বাংলাদেশে সাধারন শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পূঁজি করে, জামাত-বিএনপি ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বঙ্গবন্ধু লেখক-সাংবাদিক ফোরাম। এর প্রতিকার চেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নিকট পাঠানো স্মারক লিপিতে এ অভিযোগ করে সংগঠনটি।
৬ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধান মন্ত্রীর অফিসে গেলে,১০নং ডিউনিং ষ্ট্রীটের এক কর্মকর্তা প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপিটি গ্রহন করেন। স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি আব্দুল কাদির চৌধুরী মুরাদ,সহসভাপতি বাতিরুল হক সরদার, সাধারন সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বাছির ও সদস্য আতিয়ার রসুল কিটন। এতে উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের সাথে সরকারের মত পার্থক্য না থাকলেও স্বাধীনতা বিরোধীরা শিক্ষার্থীদের মিছিলে প্রবেশ করে, জেল ভেঙ্গে কয়েক হাজার অপরাধীকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও মেট্রারেলসহ বেশ কয়েককটি সরকারী স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে। এতে নষ্ট হয় সকারের হাজার হাজার কোটি টাকার সম্পদ।