স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় বন্দিবিনিময় হচ্ছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে। এর ফলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচসহ মুক্তি পাচ্ছে দুপক্ষেরই আরও বেশ কিছু বন্দি। তুরস্কের মধ্যস্থতায় এই বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এর আওতায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের জেলে আটক তাদের ১০ বন্দির বিনিময়ে মার্কিন ও জার্মানসহ ১৬ বন্দিকে মুক্তি দিচ্ছে রাশিয়া। অর্থাৎ মুক্তি মিলছে মোট ২৬ জন বন্দির। বন্দি বিনিময় প্রক্রিয়ার সমন্বয় করছে তুরস্ক। বন্দিদের মুক্তি দিয়ে আঙ্কারার মাধ্যমে পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ১০ রুশ বন্দির মধ্যে রয়েছে দুই শিশুও। তাদেরকে রাশিয়ায় পাঠানো হচ্ছে। এসব বন্দি যুক্তরাষ্ট্র,নরওয়ে,স্লোভেনিয়া,পোল্যান্ড ও জার্মানির জেলে ছিল। রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কের সন্দেহে আটক থাকা কয়েকজনও আছে এদের মধ্যে।