মালদ্বীপে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছেন মালদ্বীভিয়ানরা। তবো, বর্ষবরণ অনুষ্ঠানে পিছিয়ে নেই মালদ্বীপে অবস্থিত বাংলাদেশীরাও। ফ্রেন্ড টুরস এন্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর আয়োজনে রাজধানী মালেতে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ বর্ষবরণ অনুষ্ঠান।
নববর্ষকে বরণ করে নিতে কেক কাটা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করেন তারা। মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এক্সপ্রেস ট্রাভেল এন্ড ট্যুর প্রাইভেট লিমিটেডের সিইও মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, প্রবাসে ব্যবসায়ী মোঃ আলতাফ হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য লুতফা খাতুন, সুমিত্রা চক্রবর্তী দাস ও রুফা তামান্না নামে তিন প্রবাসী কর্মীকে পুরস্কৃত করা হয়।