ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবন ধ্বংস হয়েছে। এতে কয়েকজন মানুষও হতাহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে আছেন কুদস ফোর্সের ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি।গণমাধ্যমে আসা ছবিতে বহুতল ওই কনস্যুলেট ভবন থেকে ধোঁয়া এবং ধুলো উড়তে দেখা গেছে। পশ্চিমাঞ্চলীয় মেজেহ জেলার একটি মহাসড়কে ইরানি দূতাবাসের ঠিক পাশেই রয়েছে এই কনস্যুলেট ভবন। বিদেশি গণমাধ্যমের এমন খবরের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়,ইসরায়েলের বিমান অধিকৃত গোলান মালভূমি থেকে কনস্যুলেট ভবনকে হামলার নিশানা করা হয়েছিল।