ক্ষমতাশীন আওয়ামীলীগ দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনই চায়না বলে আবারও জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দুপুরে,নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময়ে রিজভী বলেন,দেশে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে। ভিক্ষুকের সংখ্যা দিনদিন বাড়ছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশ কানাডা-ইউরোপের মতো উন্নত হয়েছে। রিজভী আরও বলেন,সীমান্তে বাংলাদেশীদের পাখির মতো হত্যা করা হচ্ছে। অথচ তার কোন প্রতিবাদ করছে না বাংলাদেশ সরকার। তিনি অভিযোগ করেন,ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দেশের জনগণ তা কখনই মেনে নেবেনা।