টাওয়ার হ্যামলেটস পপলার রিভারসাইড হাউজিং প্রজেক্টে প্রায় ২১৯টি পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতোমধ্যে অনেক পরিবার এই এফরডেবল রেন্টের ঘর বুঝে পেয়েছেন। এটি পূর্ব লন্ডনের আকর্ষনীয় প্রকল্প, যেখানে সর্বমোট ২হাজার ৮০০ ঘর দেয়া হবে। এছাড়া ৪টি ভবনে মোট ৬৪৩টি এফরডেবল হাউস, সোস্যাল হাউজিং এর বাসীন্দাদের হাতে তুলে দেয়া হবে। কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রথম ধাপের সমাপ্তি ও সেলিব্রেশন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। নির্মান প্রতিষ্ঠান বার্কলে হোমস হাউজিং এসোসিয়েশন পপলার হারকার মাধ্যমে এটি ডেলিভারী দিচ্ছে। নির্বাহী মেয়র এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন, বারায় সবচেয়ে বেশী চাহিদা দু‘তিন বা চার বেডরুমের ঘর। এর অভাবে অনেক পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছেন।