যুক্তরাষ্ট্রের বাফেলোতে আতঙ্কিত বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রের বাফেলোতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় শঙ্কিত রয়েছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি। ফলে আতঙ্কিত অবস্থায় দিন পার করছেন হাজার হাজার বাংলাদেশি। গেল ১০ বছরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় অর্ধ লাখের বেশি বাংলাদেশি বাফেলোতে গিয়ে বসবাস শুরু করেছেন। শহরটিতে কোন বাংলাদেশি হত্যার ঘটনাও এর আগে ঘটেনি। তবে সম্প্রতি আবু সালেহ মোহাম্মদ ইউসুফ ও বাবুল মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রোববার ডেল ও’ কামিংস নামের ৩১ বছর বয়সী ওই হত্যাকারীকে আটক করেছে পুলিশ। এদিকে, বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন আইনশৃঙ্খলা সুরক্ষায় বদ্ধপরিকর থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগলিয়া বলেন, আগের চেয়ে সেখানকারা নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।
