post
বিশেষ প্রতিবেদন

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অর্থনীতির দুয়ার খুলেছে দক্ষিণ জনপদের

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সরকারের বিভিন্ন মেগা প্রকল্পে, বরিশালসহ দক্ষিনাঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি, আর্থসামাজিক উন্নয়নে পাল্টে গেছে এই জনপদের জীবনমান। পায়রা বন্দর,পটুয়াখালি তাপ বিদ্যুকেন্দ্রসহ, নতুন নতুন স্থাপনা সৃষ্টির মাধ্যমে তৈরি হচ্ছে, ব্যাপক কর্মসংস্থান। এই ধারা অব্যাহত রাখার দাবী দক্ষিনণাঞ্চল বাসীর। অবহেলিত,উন্নয়নবঞ্চিত নদীবেষ্টিত দক্ষিনের জনপদের নাম বরিশাল। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভাগ্য পরিবর্তন হচ্ছে এ অঞ্চলের মানুষের। সরকারের নানা পদক্ষেপে আজ উন্নয়নের মহাসড়কে বরিশাল। পায়রা বন্দর,পটুয়াখালি তাপ বিদ্যুকেন্দ্র,ধান সংগ্রহের সাইলো,শেখ রাসেল আইটি পার্ক,মেরিন একাডেমি,টিটিসি ইনিস্টিটিউট,সৌর বিদ্যুৎ কেন্দ্র,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ নতুন নতুন স্থাপনার মাধ্যমে তৈরি হচ্ছে কর্মসংস্থানের। আর দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আবারো এই সরকারকে প্রয়োজন বলে মনে করছেন, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প উন্নয়নের সৃষ্টি হয়েছে। নতুন উদ্যোক্তাদের এই সুবিধা গ্রহনের আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।উন্নয়নের ধারা অব্যাহত থাকলে দক্ষিনাঞ্চলের বেকার জনগোষ্ঠি, এক সময় পরিনত হবে জনশক্তিতে।পাশাপাশি পুরো দেশের অর্থনীতিতে ব্যপক পরিবর্তন আসবে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা।

post
বিশেষ প্রতিবেদন

ভোটের মাঠে বাড়ছে জোটের গঠন,মুক্তি মিলছে না অনেকের; নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা জাপা’র

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই নানা আলোচনা জল্পকল্পনায় এগুচ্ছে রাজনীতির গতিপথ। মোটের মাঠে বাড়ছে জোটের আধিক্য। বিভিন্ন রাজনৈতিক দল একক নির্বাচনের চেয়ে জোটবদ্ধ নির্বাচনের পথে এগুচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আর আত্মপ্রকাশের দিনেই দলীয় সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাপোষণ করেছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন নতুন এই জোট ‘যুক্তফ্রন্ট’।আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমন তথ্য জানান যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমন আশায় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আওয়ামী লীগের চেয়ে বেশি আসনে জয়ের স্বপ্ন দেখছে জাতীয় পার্টি।তাই ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বলেও জানান, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এদিকে,৩য় দিনের মত মনোনয়ন ফারম বিক্রি করেছে জাতীয় পার্টি। সকাল থেকেই মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হয়।এসময় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নেতা-কর্মীরা ফরম সংগ্রহ ও জমা দেন।অন্য দিকে দেশের প্রধান বিরোধীদল বিএনপির কেন্দ্রীয় অফিস এখনো নেতাকর্মী শূন্য। নেই কোন নির্বাচনের আমেজ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, বদরুদ্দোজা বাদল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

post
বিশেষ প্রতিবেদন

একগুচ্ছ মুখে হাসি ফোটাচ্ছে কুমিল্লার সরকারি শিশু পরিবার

বর্তমান সরকারের নতুন বরাদ্দ পেয়ে হাসি ফুটেছে,কুমিল্লার সরকারি শিশু পরিবারের শিশুদের মুখে। পরিবার-পরিজন ছাড়া শিশুদের আশ্রয় স্থল এই শিশু পরিবার। এখানে লালন পালনের পাশাপাশি শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বি করে তোলা হয় এসব অসহায় শিশুদের। তাদের জীবনমান উন্নয়নে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিশুরা।১৯৭২ সালের পয়লা জুলাই কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকায় ২ দশমিক ২৮ একর জমিতে সমাজ সেবা অধিদফতর নিয়ন্ত্রিত, এতিম ও দুস্থ বালিকা শিশুদের জন্য জেলার একমাত্র সরকারি শিশু সদন প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৮-১৯৮৯ অর্থ বছরে তা সরকারি শিশু পরিবার হিসেবে রূপান্তরিত করা হয়। বর্তমানে এর আসন সংখ্যা শতাধিক’। বর্তমানে প্রতিজন শিশুর জন্য চার হাজার টাকা সরকারি বরাদ্দ রয়েছে। এর মধ্যে দুই বেলা খাবার,২ বেলা নাস্তা,শিক্ষা,প্রশিক্ষণ,পোষাক,চিকিৎসা এবং প্রসাধনী দেয়া হয় তাদের। আগে বরাদ্দ ছিলো মাসে একহাজার টাকা। যা দিয়ে বাচ্চাদের খরচ চালাতে হিমশীম খেতে হতো। বর্তমানে বরাদ্দ বৃদ্ধি করায় প্রতিষ্ঠানটি চালাতে সহজ হয়েছে। সরকারি সাহায্য সহযোগীতার পাশাপাশি বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি এগিয়ে এলে শিশু পরিবারটি আরো ভালোভাবে চলবে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রতিষ্ঠানটির উপ তত্বাবধায়ক শরফুন্নাহার মনি জানায়,নতুন বরাদ্দ আসার পর প্রতিষ্ঠানটি চালানো সহজ হয়েছে। শিক্ষা ক্ষেত্রে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি লাভসহ, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ লাভ করার রেকর্ডও রয়েছে প্রতিষ্ঠানের শিশুদের।

post
বিশেষ প্রতিবেদন

সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ,গ্রামীণ জনপদ এখন ডিজিটাল শহর

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাল্টে গেছে নারায়ণগঞ্জের রুপগঞ্জের চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্থানীয় জনপ্রতিনিধির তত্বাবধায়নে উন্নয়ণের মেগা প্রকল্পে গ্রামীন জনপদ রুপগঞ্জ হয়েছে ডিজিটাল শহর। বদলে গেছে এখানকার লাখ লাখ বাসিন্দার জীবনযাত্রার মান।এক সময়ের উন্নয়ন বঞ্চিত রুপগঞ্জ ধীরে ধীরে বদলে এখন ডিজিটাল শহর। প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়ন,বিশুদ্ধ পানি,উন্নত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি, পাকা সড়কে বদলে গেছে রুপগঞ্জবাসীর জীবনমান। একসময়ে বাশেঁর সাকো আর নৌকায় যাতায়াত করা দূর্ভোগ পোহানো বাসিন্দারা, বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে স্বপ্ন দেখেন, ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশের। স্থানীয়রা বলছেন,বর্তমান সরকার তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্য,উন্নত বাসস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ণের হাওয়া লেগেছে। এছাড়াও ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার,বীর প্রতিক গাজী সেতু বদলে দিয়েছে, সেখানকার মানুষের ভাগ্য। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজিকে নৌকায় ভোট দিয়ে, রুপগঞ্জের উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

post
বিশেষ প্রতিবেদন

নড়াইলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন;মানসম্মত পরিবেশে বাড়ছে মেধাবীদের সংখ্যা

বর্তমান সরকারের তিন মেয়াদে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মানে খুশি এলাকার শিক্ষার্থীরা। আর এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত উচ্চ শিক্ষার চাহিদা পূরন করছে, স্থানীয় প্রতিষ্ঠানগুলো। শিক্ষার গুনগত মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানায় শিক্ষা অধিদপ্তর।নড়াইল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ অবহেলিত ছিল। উচ্চ শিক্ষার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটতে হতো এলাকার শিক্ষার্থীদের। সীমাহীন দুভোর্গের মধ্যে পড়তে হতো তাদের। বর্তমানে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্কুল কলেজ মাদ্রাসায় নতুন ভবন নির্মান করেছে। শত বছরের পুরনো নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে, এক সময়ে ভবনের অভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যহত হতো। বর্তমান সরকারে আমলে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, জেলার শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটেছে। বিগত পাঁচ বছরে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় জেলার শিক্ষা ব্যবস্থায় এসেছে গতি।জানালেন শিক্ষাবিদ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.রবিউল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত নতুন নতুন ভবনসমূহের মাধ্যমে, শিক্ষার মান উন্নয়ন হবে বলে প্রত্যাশা জেলাবাসীর।

post
বিশেষ প্রতিবেদন

আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরন শুরু, তালা ঝুলছে বিএনপি অফিসে

রাজনীতির মাঠের উৎসব বনাম আন্দোলন বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি নিজে প্রথম দলীয় মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন। মনোনয়ন ফরম গ্রহণের উৎসবে মেতেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। অতিরিক্ত নেতাকর্মীর চাপে ফরম বিতরণ কিছু সময়ের জন্য বিতরণ বন্ধ রাখা হয়। নির্বাচনের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতাকর্মীরা। আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে জনগন আগামীতেও আওয়ামীলীগকে ভোট দিবে। তাই দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম গ্রহণের বিষয়টিকে উৎসব হিসেবে দেখছে। কারন বাংলার মানুষের শেখ হাসিনার ওপর আস্থা ছিল এবং থাকবে বলেও জানান কে এম খালিদ। ঠিক উল্টো চিত্র বিএনপিতে। তফসিল প্রত্যাখ্যান করে হরতাল ডাকলেও কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা, নেতাকর্মীরা রয়েছেন আত্মগোপনে।প্রধান কার্যালয়ের সামনে কোনও নেতাকর্মীকে আসতে দেখা যায়নি। তবে রাজধানীর কয়েকটি স্থানে তাৎক্ষণিক ঝটিকা বিক্ষোভ মিছিল করে দলের কর্মীরা। সমমনা বিভিন্ন রাজনৈতিক দল সরকারবিরোধী অবস্থান জানিয়ে সরব থাকলেও বিএনপির কার্যালয় এখনো দৃশ্যত নীরব। এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে পরিস্থিতি ভালো হয় না। তাই সবাইকে আরো বেশি সহনশীল হওয়ার আহবান জানিয়েছেন তিনি। ##

post
বিশেষ প্রতিবেদন

নওগাঁ বিলের নতুন রাস্তায় বদলে গেছে লাখো মানুষের জীবনযাত্রা

বর্তমান সরকারের উন্নয়নে নওগাঁ জেলার সদর উপজেলার বিল এলাকার মধ্য দিয়ে রাস্তা নির্মাণ হওয়ায়, চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা বদলে গেছে। সহজ হয়েছে কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা। নতুন রাস্তার ফলে এখন বর্ষাকালেও সদরের সাথে যোগাযোগ থাকে সরাসরি।নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ও হাসাইগাড়ি ইউনিয়নের প্রায় ৩০ কিলোমিটার বিস্তীর্ণ বিল এলাকা বর্ষা মৌসুমসহ অধিকাংশ সময় পানিবন্দী থাকে। অত্র এলাকার মানুষের চলাচল একমাত্র মাধ্যম ছিল নৌকা। নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বা হাট-বাজার যাতায়াত করতে হলো পানিপথে। আবার শুকনো মৌসুমে মাঠে ধরে হাঁটা পথ ছাড়া কোন বিকল্প ছিলো না।বর্তমানে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় বিলের মাঝ দিয়ে রাস্তা নির্মিত নতুন দিগন্ত খুলেছে এই জনপদে। সদর উপজেলার গুটিয়ার বিল,দিঘলী বিল, হাসাইগাড়ি বিল, মুনসুর বিল ও পাকুড়িয়া বিলের মধ্য দিয়ে বিভিন্ন এলাকারা সাথে সংযোগকারী ১০টি নতুন রাস্তা নির্মাণ হওয়ায় পাল্টে গেছে ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা। নওগা সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানালেন, সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে ১৮ কিলোমিটার রাস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতা এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানালেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।বিল এলাকার নতুন রাস্তাগুলোর পাশে গাছ লাগানোসহ অবিলম্বে পাঁকাকরণের দাবি স্থানীয় জনসাধারনের।

post
বিশেষ প্রতিবেদন

শুভ জন্মদিন ফারহানা হানিপ

শুভ জন্মদিন ফারহানা হানিপ।যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের সর্বাধিক নামকরা আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির (সিএফও) প্রধান অর্থ কর্মকর্তা মিসেস ফারহানা হানিপের জন্মদিন আজ। ঢাকা জেলার কেরানীগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে পিতা আখতারুজ্জামান খান ও মাতা নুরজাহান বেগমের কনিষ্ঠ কন্যা হয়ে আজকের এইদিনে জন্মগ্রহণ করেন তিনি।ফারহানা হানিপ সংসার জীবন শুরু করেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির প্রতিষ্ঠাতা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের সাথে। তাদের ঘরে রয়েছে তিন কন্যা সন্তান, নাফিসা, প্রীয়তা ও ইলাফ।ঢাকার কেরানীগঞ্জে বেড়ে উঠা ফারহানা হানিফ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফারহানা হানিপ পরিবারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্রেয়ার ইউনিভার্সিটি থেকে ডাবল ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে এমবিএ, মাস্টার্স ইন লিডারশীপ ম্যানেজমেন্টে পড়ছেন।  যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট আইটি কোম্পানিতে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে পিপলএনটেক যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের স্বত্বাধিকারী ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন ফারহানা হানিপ ।এছাড়াও যুক্তরাষ্ট্রের পাবলিক সেক্টর ও গভমেন্ট সেক্টর নিয়ে কাজের পাশাপাশি তিনি ওয়াশিংটন ডিসিতে উইমেন ইমপ্যাক্ট ইন পাবলিক পলিসি (ডব্লিউআইপিপি) সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।এই বিশেষ দিনে ফারহানা হানিপের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও তার সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ জন্মদিনের বিশেষবার্তা দেবার পাশাপাশি তার সুস্থতা ও সফলতা কামনা করে শুভ কামনা জানিয়েছেন।

post
বিশেষ প্রতিবেদন

বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি, আকাশছোঁয়া দাম

প্রকৃতিজুড়ে শরতের আনাগোনা। শীতের দেখা মিলতে বাকি আরও দুই মাস। এর আগেই বাজারে উঁকি দিচ্ছে শীতকালীন সবজি। আগাম এসব সবজির দামে থমকে যাচ্ছেন ক্রেতা। বাজারে এসব সবজির দাম বেশ চড়া। এসব সবজি উচ্চবিত্তের খাবার, নিম্নবিত্তরা ছুঁতে পারছেন না দামের কারণে।রাজধানীর কারওয়ান বাজারে এসব সবজির মধ্যে শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি এবং টমেটো আমদানি হয়েছে।খুচরা বাজারে শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মুলা ৫০, ফুলকপি ৬০, বাঁধাকপি (প্রতি পিস) ৪০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।পাইকারি বাজারে শিম প্রতি কেজির দাম ১৫০ টাকা। মুলা ৪৫ , ফুলকপি ৪০, বাঁধাকপি (প্রতি পিস) ৩০ এবং টমেটো বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।ব্যবসায়ীরা বলছেন, চাহিদার চেয়ে আমদানি কম হওয়ায় বাজারে দাম বেশি এসব সবজির। আমদানি বেশি হলে দাম দ্রুতই কমবে এমন প্রত্যাশা তাদের।শাহিদ নামের এক যুবক কারওয়ান বাজারে এসেছেন সবজি কিনতে। একটি দোকানে দেখা গেল শীতকালীন সবজি নিয়ে দর কষাকষি করছেন তিনি। তিনি বলেন, “নতুন সবজি পরিবারের সবাই প্রথমে খেতে চায়। তাই কিনতে চেয়েছিলাম। কিন্তু দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। সবজির দাম এমনিতেই বেশি। আর শীতকালীন সবজির দাম তো আরও চড়া।”আমির চাঁদ নামের আরেক সবজি বিক্রেতা বলেন, “১৫ থেকে ২০ দিন আগে বাজারে যখন শীতকালীন সবজি আসতে শুরু করে। তখন দাম তুলনামূলক বেশি ছিল। যেমন- শুরুর দিকে শিম বিক্রি করছি ২২০ টাকার উপরে। এখন প্রতি কেজির দাম ১৬০ টাকা। দাম কমে যাওয়ায় এসব সবজির বিক্রি বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমবে।”

post
বিশেষ প্রতিবেদন

মাংস বিক্রির দোকানে শ্রমিক রাকিব,পাঁচ মাস পর ফিরলেন কঙ্কাল হয়ে

শরীয়তপুর শহরের পালং বাজারের একটি মাংস বিক্রির দোকানে শ্রমিক ছিলেন রাকিব হোসেন মোল্যা (২৩)। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। ৫ মাস ১০ দিন পর একটি বিল থেকে তাঁর কঙ্কাল (দেহাবশেষ) উদ্ধার করেছে পুলিশ। গায়ের জার্সি দেখে লাশ শনাক্ত করেছে পরিবার। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আজ বুধবার সন্ধ্যায় তাঁকে দাফন করা হয়েছে। পুলিশ জানায়, নিহত রাকিব সদর উপজেলার পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামের নুরুল ইসলাম মোল্যার ছেলে। গত ১৭ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। কোথায়ও খুঁজে না পেয়ে পরিবার ১৯ এপ্রিল পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর ৫ মে পালং মডেল থানায় তিন ব্যক্তির বিরুদ্ধে অপহরণের মামলা করা হয়। পুলিশ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তাঁদের মধ্যে দুজন জামিনে আছেন আর একজন কারাগারে আছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বিলাশখান বিলে পাখি শিকারে যায় কয়েকটি শিশু-কিশোর। তারা একটি জার্সির কিছু অংশ ভেসে থাকতে দেখে তা তুলে নেয়। তখন জার্সির সঙ্গে মানুষের হাড় দেখতে পেয়ে তারা চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই লাশের দেহাবশেষ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। দেহাবশেষের সঙ্গে থাকা জার্সি দেখে নিখোঁজ রাকিবের স্বজনেরা তা রাকিবের লাশ বলে শনাক্ত করেন। আজ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর লাশ হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাকিব নিখোঁজ হওয়ার সময়ই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাঁর লাশ বিলের মাটিতে চাপা দেওয়া হয়েছিল। শরীরের হাড়গোড় খুলে গেছে। মাথা আলাদা হয়ে গেছে। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখার পর দেহাবশেষ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় নরবালাখানা মসজিদ প্রাঙ্গণে রাকিবের দেহাবশেষ দাফন করা হয়েছে। রাকিবের বাবা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো বিরোধ নেই। ছেলের সঙ্গেও বিরোধ ছিল না। তাহলে কেন আমার ছেলেকে হত্যা করা হলো? চিরবিদায়ের সময় ছেলের মুখটাও দেখতে পেলাম না। ওর হাড়গোড় দেখে তার মা বারবার জ্ঞান হারাচ্ছে। আমরা তাকে সান্ত্বনা দিতে পারছি না। আমাদের আশা ছিল ছেলে হয়তো ফিরে আসবে। ছেলে এসেছে কঙ্কাল হয়ে। যারা ওকে অপহরণ করে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই।’ পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ওই তরুণের নিখোঁজের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। কী কারণে, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, সে ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটিত হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.