যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অর্থনীতির দুয়ার খুলেছে দক্ষিণ জনপদের
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সরকারের বিভিন্ন মেগা প্রকল্পে, বরিশালসহ দক্ষিনাঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি, আর্থসামাজিক উন্নয়নে পাল্টে গেছে এই জনপদের জীবনমান। পায়রা বন্দর,পটুয়াখালি তাপ বিদ্যুকেন্দ্রসহ, নতুন নতুন স্থাপনা সৃষ্টির মাধ্যমে তৈরি হচ্ছে, ব্যাপক কর্মসংস্থান। এই ধারা অব্যাহত রাখার দাবী দক্ষিনণাঞ্চল বাসীর। অবহেলিত,উন্নয়নবঞ্চিত নদীবেষ্টিত দক্ষিনের জনপদের নাম বরিশাল। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ভাগ্য পরিবর্তন হচ্ছে এ অঞ্চলের মানুষের। সরকারের নানা পদক্ষেপে আজ উন্নয়নের মহাসড়কে বরিশাল। পায়রা বন্দর,পটুয়াখালি তাপ বিদ্যুকেন্দ্র,ধান সংগ্রহের সাইলো,শেখ রাসেল আইটি পার্ক,মেরিন একাডেমি,টিটিসি ইনিস্টিটিউট,সৌর বিদ্যুৎ কেন্দ্র,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ নতুন নতুন স্থাপনার মাধ্যমে তৈরি হচ্ছে কর্মসংস্থানের। আর দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আবারো এই সরকারকে প্রয়োজন বলে মনে করছেন, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে শিল্প উন্নয়নের সৃষ্টি হয়েছে। নতুন উদ্যোক্তাদের এই সুবিধা গ্রহনের আহবান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।উন্নয়নের ধারা অব্যাহত থাকলে দক্ষিনাঞ্চলের বেকার জনগোষ্ঠি, এক সময় পরিনত হবে জনশক্তিতে।পাশাপাশি পুরো দেশের অর্থনীতিতে ব্যপক পরিবর্তন আসবে বলে মনে করছেন, সংশ্লিষ্টরা।
