উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দিনাজপুর জেলার চিত্র; যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়ন
সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দিনাজপুর জেলার চিত্র। সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোসহ স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মিত হয়েছে। যার সুফল পাচ্ছেন জেলাবাসী।ডিজিটাল বাংলাদেশের প্রত্যাশা পূরণের পর এখন চলছে স্মাট বাংলাদেশ বিনির্মাণের আয়োজন। সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় দিনাজপুরের ১৩টি উপজেলার সড়ক মহাসড়ক প্রশস্তকরণ, ছোটবড় ব্রীজ, সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ,স্কুল কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন উন্নয়নে এসেছে অভাবনীয় পরিবর্তন। বিশেষ করে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিক ভবন প্রতিষ্ঠানগুলোতে যোগ হয়েছে নুতন মাত্রা। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি হুইপ ও সংসদ সদস্য দিনাজপুর-৩ ইকবালুর রহিম।তিনি জানান,দিনাজপুরে, বৃহত্তম ইদগাহ মাঠে একসাথে কয়েক লক্ষ মানুষ ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।
