post
প্রবাস রাজনীতি

বাংলাদেশে নিহতদের স্মরণে যুক্তরাজ্যে শোকসভা

বাউল শিল্পী পাগল হাসানসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে যুক্তরাজ্যে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ। সভায় সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। সেই সাথে বাংলাদেশে মহামারী আকার ধারন করা এ দুর্ঘটনা রোধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সহ-সভাপতি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক তায়েফ সারওয়ার,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী,সাংস্কৃতিক সম্পাদক রোকসানা হাসি সোনিয়া, দফতর সম্পাদক আব্দুল বেলাল চৌধুরী, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক কাজী তানভীর হাসান, প্রচার সম্পাদক রিপন ভূঁইয়া, এক্সিকিউটিভ মেম্বার সুজাতুল ইসলাম ও আলী হোসেনসহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

মালয়েশিয়ায় নতুন কাউন্সিলর মোরশেদ আলম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর নিযুক্ত হয়েছেন মো. মোরশেদ আলম । বৃহস্পতিবার তিনি হাইকমিশনে যোগদান করেন। মোরশেদ আলম দূতাবাসের বিদায়ী কাউন্সিলর জিএম রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মোরশেদ আলম ২০০৯ সালে বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর গ্রামের সন্তান। চাকরি জীবনে আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মোরশেদ।

post
প্রবাস রাজনীতি

জেদ্দায় বাংলাদেশিকে সংবর্ধনা

ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পবিত্র ওমরা পালন শেষে জেদ্দায় আসলে তাকে এ সংবর্ধনা দেয় বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা শাখা। সংগঠনের সভাপতি জসীম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এরশাদ আহমেদ ও জীতু আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রুহুল আমিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, বদরুল আলম সেলিম, সোহেল রানা, জুবায়ের আহমেদ, রুস্তম আলী, ফখরুল ইসলাম মুন্সী, আনহারা আহমেদ, খসরুল ইসলাম, নুরুজ্জামান, রশীদ আহমদ ও নাজিম উদ্দিন সহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আছকির আলি, রাসেল আহমেদ, বুরহান উদ্দিন ও মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বৈধ পথে টাকা প্রেরণ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান মোহাম্মদ শামীম আহমেদ।

post
প্রবাস রাজনীতি

ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ

উৎসব ও আনন্দমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী উদযাপন করেছে মালদ্বীপ আওয়ামী লীগ। রাজধানী মালের সিক্সটি সিক্স রেষ্টুরেন্টে বাঙালিয়ানা পরিবেশে দিনটি উদযাপন করেন তারা। ঈদ পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবাসী ব্যাবসায়ী ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান দুলাল হোসেন। মালদ্বীপ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: নুরে আলম রিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগ সদস্য শাহিন মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জায়লষ্কর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি এস এইস ট্রেডার্স ইন্টারন্যাশনাল এর সিইও মো শাখাওয়াত হোসাইন।

post
প্রবাস রাজনীতি

গ্রীস আ: লীগের স্বাধীনতা দিবসের সভা

গ্রীস আওয়ামী লীগের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এবিসি রেস্তোরায় গ্রীস আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ আয়োজন করা হয়। গ্রীস আওয়ামী লীগের সাধারণ -সম্পাদক বাবুল হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মান্নান মাতব্বর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি শেখ আল আমিন সিআইপি। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস ,গোলাম মাওলা ,সাবেক সিনিয়র সহ -সভাপতি আহসান উল্লাহ হাসান ,আওয়ামী লীগের সহ -সভাপতি আলমগীর হোসাইন তালুকদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেসুর রহিমসহ অন্যরা।

post
প্রবাস রাজনীতি

যুক্তরাজ্য আ: লীগের স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ বার্মিংহাম শাখাl স্মলহিথের পানসী রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি হাজী কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক কামাল আহমদ। এসময় বক্তব্য রাখেন বার্মিংহাম আওয়ামী লীগের সহ সভাপতি ভুলন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জয়নাল ইসলাম, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলম,আওয়ামী লীগ নেতা ম আ কাদির, আশিক মিয়া, জাতীয় শ্রমিকলীগ বার্মিংহামের সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, সাবেক ছাত্রনেতা লিমন জামান ও ফাহিম আহমদসহ অনেকে।

post
প্রবাস রাজনীতি

আরও ভালো বেতনে চাকরির সুযোগ নিউইয়র্কবাসীর জন্য

মেয়র এরিক অ্যাডামস বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে এই প্রশাসনের সুস্পষ্ট লক্ষ্য: জননিরাপত্তা রক্ষা, অর্থনীতি পুনর্গঠন এবং শহরকে নিউইয়র্কবাসীর জন্য আরও বাসযোগ্য করে তোলা। প্রতিদিন আমরা সেই দৃষ্টিভঙ্গি প্রদান করছি। আমরা নির্ধারিত সময়সূচির এক বছর আগে, মহামারিকালে হারানো সব বেসরকারি-খাতের চাকরি পুনরুদ্ধার করেছি। গত বছরের মতো এ বছরও শহরজুড়ে সামগ্রিক অপরাধ কমেছে। আমরা ৮.৩ মিলিয়ন নিউইয়র্কবাসী যারা এই শহরটিকে বাড়ি বলে থাকেন তাদের জীবনযাত্রার মান উন্নত করছি । কিন্তু আমাদের শহর যখন মহামারি থেকে পুনরুদ্ধার হয়েছে, আমাদের পুনরুদ্ধার প্রতিটি নিউইয়র্কবাসীকে যথাযথ ও ন্যায়সঙ্গতভাবে উপকৃত করেনি। আমাদের শহরে কৃষ্ণাঙ্গদের বেকারত্ব এখনো অনেক বেশি রয়ে গেছে এবং আমরা এই প্রবণতা চলতে দিতে পারি না। এই কারণেই নিউইয়র্ক শহর যাতে শ্রমজীবী-শ্রেণির মানুষের শহর হিসেবে থাকে তা নিশ্চিত করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বিভিন্ন কমিউনিটির চাকরি এবং কর্মজীবন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য সরকারি পদ্ধতি ‘জবস এনওয়াইসি’ গত সপ্তাহে চালুর মাধ্যমে আমরা একটি বড় পদক্ষেপ নিয়েছি। দীর্ঘদিন ধরে এই দিকটি উপেক্ষিত ছিল। জবস এনওয়াইসির অংশ হিসেবে আমরা কর্মসংস্থান বৈষম্যের সম্মুখীন বেশ কিছু মহল্লায় নিয়োগ কেন্দ্র চালু করেছি। এই কেন্দ্রগুলো পাঁচটি বরোজুড়ে নিউইয়র্কবাসীর জন্য ভালো বেতনের সরকারি ও বেসরকারি-খাতের চাকরির সুযোগ নিয়ে আসে। অ্যাডামস বলেন, আমরা একটি নতুন চাকরির পোর্টাল ‘জবস ডট এনওয়াইসি ডট গভ’ চালু করেছি। চাকরিপ্রার্থীরা এখন এই ব্র্যান্ড-নতুন ওয়েবসাইট দেখার জন্য তাদের ফোন ব্যবহার করতে বা নতুন চাকরির সুযোগ খুঁজে পেতে ব্যক্তিগতভাবে নিয়োগ কেন্দ্রে যেতে পারেন। এটি আমাদের সমৃদ্ধ অর্থনীতিতে সব নিউইয়র্কবাসীর অংশগ্রহণ আগের চেয়ে সহজ এবং আরও বোধগম্য করার সর্বাত্মক প্রচেষ্টা।মেয়র এরিক অ্যাডামস বলেছেন, আসুন একসাথে মিলে নিউইয়র্ক সিটিকে বাসযোগ্য ও কাজ করার জন্য বিশ্বসেরা শহর হিসেবে রাখি।

post
প্রবাস রাজনীতি

গ্রিসে স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ। এসময় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক অভ্যর্থনার আয়োজন করে। অনুষ্ঠানে গ্রিসের জাতীয় সংসদ সদস্য ও বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূতাবাসের দিতীয় সচিব রাবেয়া বেগমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিনিষ্টার মোহাম্মদ খালেদ, শ্রম কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ,সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম ,সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস , গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ -সম্পাদক বাবুল হাওলাদার ,যুবলীগের আহব্বায়ক কামরুল ইসলাম ,রাসেল মিয়া ও ছাত্রলগের মুমিন খানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

post
প্রবাস রাজনীতি

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সংবর্ধনা

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরা।দূতাবাসে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও রাষ্ট্রদূতের হাতে ক্রেস্ট তুলে দেন সিনিয়র সাংবাদিকগন। এ সময় উপস্থিত ছিলেন, দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, দ্বিতীয় সচিব রাবেয়া বেগম। অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে নীতি ও আদর্শে অটল ছিলেন। প্রবাসী বান্ধব রাষ্ট্রদূত সব সময় প্রবাসীদের সুখে- দুঃখে পাশে দাঁড়িয়েছেন। অসাধু ও দালালদের কঠোর হাতে দমন করেছেন। বক্তারা বলেন, বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে গ্রীসের সমঝোতা চুক্তি, মুসলিম অভিবাসীদের জন্য কবরস্থানের অনুমতি,অনিয়মিত প্রবাসীদের বৈধতা করণসহ বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা তুলে দেন, তাইজুল ফয়েজ,বাংলা টিভির প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, নিউজ২৪ এর প্রতিনিধি জহিরুল ইসলাম, ডিবিসি নিউজের প্রতিনিধি মতিউর রহমান মুন্না, এস এ টিভির প্রতিনিধি কামরুজ্জামান ভুইয়া ডালিম,আর টিভির প্রতিনিধি প্রদীপ কুমার ও যমুনা টিভির প্রতিনিধি রুমন আহমেদ নিরব।

post
প্রবাস রাজনীতি

লোকসভা নির্বাচনের আগে ভাইকে ত্যাজ্য করলেন মমতা

লোকসভা নির্বাচনের টিকিট কোন্দলে এবার নিজের ভাইকে ত্যাজ্য ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের টিকিট না মেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)। জল্পনা ছিল বিজেপিতে যোগদান করছেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত হাওড়ার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন স্বপন। এর পরই বুধবার (১৩ মার্চ) শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকন্যায় সংবাদ সম্মেলনে করে ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দেন মমতা।সংবাদ সম্মেলনে মমতা বলেন, লোভীদের পছন্দ করি না। ভাইয়ের প্রসঙ্গে মমতা বলেন, আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। মা, মাটি, মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ। মমতা আরও বলেন, আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ। ভাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না। আজ বলছি। যে যেখানে খুশি যেতে পারে। স্বাধীন ভাবে ভোটে দাঁড়াতে পারে। তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। অন্য কেউ নয়।ভাইয়ের এবং বিদ্রোহী আচরণ প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে মমতা বলেন, প্রতিটি নির্বাচন এলেই বাবুন অশান্তি করেন। অনেক অশান্তি সহ্য করেছি , আর করবো না। কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, আমাদের বলা উচিত নয়। কিন্তু অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গিয়েছে, তখন ওর বয়স আড়াই। আমি ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে রাজনীতিটা করতাম বলে ওকে হয়ত মানুষ করতে পারিনি। এদিকে ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নেওয়ার পরেই দ্রুত নিজের অবস্থান থেকে সরে আসেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। ঘোষণা দেন, এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছে না তিনি। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়েই থাকতে চান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.