কাতালুনিয়া সংসদ নির্বাচনে বাংলাদেশির অংশগ্রহণ
স্পেনের কাতালুনিয়া সংসদ নির্বাচনে, বামপন্থি রিপাবলিকান দল- ইআরসির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন, প্রবাসী বাংলাদেশি আবুল কালাম আজাদ মোস্তফা। সোমবার বার্সেলোনার স্থানীয় একটি হোটেলে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তার পক্ষে সংবাদ সম্মেলন করেছে, ইআরসি। দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের সমন্বয়ে, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেনেরালিতাত দে কাতালুনিয়ার অভিবাসন এবং নাগরিক বিষয়ক সম্পাদক ও ইআরসি দলের নেতা, ওরিয়ল আমারস ই মার্স। এছাড়াও উপস্থিত ছিলেন, স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ রহমান জনি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এসময় বক্তারা কাতালোনিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে, ইআরসির প্রয়োজনীয়তা তুলে ধরে, আবুল কালাম আজাদ মোস্তফার পক্ষে ভোট চান। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে কাতালোনিয়ার সংসদ নির্বাচন।