post
এনআরবি লাইফ

কাতারে প্রবাসীদের ফ্যামিলি গেট টুগেদার

কাতারে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি গেট টুগেদার করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি কাতার চ্যাপ্টার।দেশটির লুসাইল সিটির ক্রিসেন্ট পার্কে জাঁকজমকপূর্ন এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুকিত এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার এম খায়ের উদ্দিন, দূতাবাসের কাউন্সিলর এম মাসহুদূল কবির, মোবাশ্বেরা কাদেরি ও দ্বিতীয় সচিব এম নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েত উল্লাহ কবির, উপদেষ্টা প্রকৌশলী খন্দকার ওহিদূল আলম ও প্রকৌশলী জনাব খন্দকার আবু রায়হান।

post
এনআরবি লাইফ

জেনোভায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ইতালির জেনোভায় সড়ক দুর্ঘটনায় শামস বাসার নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশিসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন আরও এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে মিলান কনস্যুলেট অফিসের কনসাল সাব্বির আহমেদ জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহত বাসারের পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। প্রশাসনিক কাজ শেষ হলে মিলান কনস্যুলেট অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। নিহত বাসারের বাবার নাম মোহাম্মদ জালাল বাসার। তার বাড়ি ঢাকা জেলার পূর্ব উত্তরার আজিমপুরে। দেশে তার স্ত্রী ও ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

post
এনআরবি লাইফ

সৌদি আরবে গাড়ি উল্টে বাংলাদেশি যুবক নিহত

গাড়ি উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফেনীর সম্রাট হোসেন (৩৫) নামে এক সৌদি আরব প্রবাসী। শনিবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সৌদি আরবের আল কাসিম হইল শহরের শেহরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচা নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি আরবে সম্রাটের সঙ্গে কাজ করা সহকর্মীদের বরাত দিয়ে তিনি জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে সম্রাট নিজে গাড়ি চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে মরুভূমি স্বরূপ স্থানে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনি মারা যান। সঙ্গে থাকা তার অন্য এক সহকর্মী আহত হন। পরিবার সূত্র জানায়, নিহত সম্রাট ফেনীর ছাগলনাইয়া থানার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ৬ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। সর্বশেষ ২ বছর আগে দেশ এসে ছুটি কাটিয়ে গিয়েছিলেন। আসছে রমজানে তার দেশে আসার কথা ছিল।

post
এনআরবি লাইফ

সুস্থ ধারায় বেড়ে ওঠার আহবান জার্মান প্রবাসীদের

জীবিকার তাগিদে প্রবাসের কঠিন পথ বেছে নিয়েছেন প্রায় দেড় কোটি বাংলাদেশি। তবে বিদেশে থাকলেও নানান কর্মকান্ডের মাধ্যমে মাতৃভাষা ও ভূমির প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রাখছেন এই প্রবাসীরা। রেমিট্যান্স পাঠিয়ে যেমন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখছেন, একইভাবে লাল-সবুজের বাংলাদেশকেও বিশ্ব দরবারে তুলে ধরতে ছুটছেন উল্কার বেগে। তাদের মধ্যে অন্যতম অবস্থানে রয়েছেন জার্মান প্রবাসীরাও। নতুন প্রজন্মের প্রতি এ বাংলাদেশিদের আহবান, সুস্থ ধারায় বেড়ে ওঠার।সংশ্লিষ্টরা জানান, ইউরোপের দেশটিতে উচ্চ শিক্ষা বা অভিবাসনের জন্যে পাড়ি জমিয়েছেন প্রায় অর্ধ লক্ষ বাংলাদেশি। জার্মানির প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে বাংলাদেশিদের অবস্থান। জার্মান প্রবাসী সাকি চৌধুরী, যিনি একাধারে লেখক, সমাজসেবক ও সাংস্কৃতিককর্মী। তবে দীর্ঘ জীবন প্রবাসে কাটালেও মাতৃভাষা ও ভূমির জন্যেও কাজ করছেন এই বাংলাদেশি। সামাজিক কাজে বিশেষ অবদানের জন্যে সম্প্রতি জার্মানীর সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন আরেক প্রবাসী মো: হামিদুল খান। জার্মানির আরেক প্রবীণ প্রবাসী শীব শংকর পাল, আন্তর্জাতিক এই দৌড়বিদ বাংলাদেশের লাল-সবুজের পতাকা বিশ্বদরবারে তুলে ধরতে ছুটছেন অবিরত।

post
এনআরবি লাইফ

বাংলাদেশী গার্ডেনার্স সোস্যাইটির বিজয়মেলা

বাংলাদেশী গার্ডেনার্স সোস্যাইটি ইউকের উদ্যোগে অনুষ্ঠিত বিজয়মেলা হয়েছে। রবিবার লন্ডনের মে ফেয়ার ভ্যানুতে অনুষ্ঠিত হয় এ মেলা। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে শখের বাগানীরা অংশ নেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফলমূল এবং বীজ প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, দূর দূরান্ত থেকে যারা মেলায় উপস্থিত হতে পারেন নি, এমন অন্তত পাঁচশজনের জন্য ডাকযোগে বীজ পাঠানো হয়েছে। এবারের মেলায় যুক্ত করা হয়েছে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের। আয়োজকরা মনে করেন, নতুন প্রজন্মের হাতে পুরো ব্রিটেনে ছড়িয়ে পড়বে বাংলাদেশী শাক সবজির চাষ। এতে করে ব্রিটেনে বাঙালীদের সবুজ বিপ্লব সুচিত হবে বলেও মনে করছেন তারা। এছাড়াও এ আয়োজনের ফলে বিলেতে বসবাসরত বাঙালীদের মধ্যে বাগান তৈরীর উৎসাহ বাড়বে বলেও মনে করেন অতিথিরা। মেলায় বিলেতের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

post
এনআরবি লাইফ

সিডনি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিডনি ইন্টারন্যাশনাল স্কুল গুলশান-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের প্রধান আয়োজক ও পৃষ্ঠপোষক অষ্ট্রেলিয়া প্রবাসী মাইনুল মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাহেদুল হক। গেষ্ট অব অনার ছিলেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা ও এডঃ তোবারক হোসেন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে ‘আয়রনম্যান’ খেতাব জয়ী মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত।পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিমকোর্টের বিচারপতি মোহাম্মদ উল্লাহ। এসময় বক্তারা, শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার পাশাপাশি প্রযুক্তি সম্পন্ন আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ গ্রহণ করার পরামর্শ দেন।

post
এনআরবি লাইফ

বার্সেলোনায় পিঠা উৎসব অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে স্থানীয় একটি হলে আয়োজন করা হয় বাংলার ঐতিহ্যবাহি এ উৎসবের। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার ও মিতু এবং কিশমা। এতে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। আরও উপস্থিত ছিলেন  দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল, কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, বার্সেলোনা সিটি কমিশনার ইভান, স্পেন-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ সহ কমিউনিটির শীর্ষ সদস্যরা। পিঠা উৎসবে ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠাসহ প্রায় ৬০ রকমের পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র সভাপতি খাদিজা আক্তারসহ সংগঠনের সদস্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা আনসার চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার সকাল ১১ টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তার মরদেহ দাফন করা হবে। নর্থ ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী নেতাসহ সর্বস্তরের প্রবাসীরা আনসার হোসেনের জানাজায় উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনে মোড়ানো আনসার হোসেন চৌধুরীকে শেষ বিদায় জানাতে গিয়ে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়। নেমে আসে শোকের ছায়া। তিনি দেশে-প্রবাসে নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। আনসার চৌধুরীর জানাজার নামাজে ইমামতি করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের গাউছিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাশহুদ ইকবাল।জানাজার আগে বক্তব্য দেন মরহুম আনসার হোসেন চৌধুরীর মেয়ে জামাতা বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, তার বড় ছেলে মুস্তাকিম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাংসদ এমএম শাহিন, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন, প্রবীণ কমিউনিটি লিডার আলহাজ ফখরুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, নর্থ ব্রঙ্কসের বাসিন্দা ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র (ইনক) উপদেষ্টা কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী। সম্প্রতি বাংলাদেশে যাওয়ার পথে কুয়েত এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়লে সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুম আনসার হোসেন চৌধুরীর প্রথম জানাজার নামাজ কুয়েতে অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামে।

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে বন্ধু উৎসব অনুষ্ঠিত

‘সারা বাংলাদেশের ব্যাচ-৯৬’ এর উদ্যোগে যুক্তরাজ্যে বন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে।রোববার রোমফোর্ড রোডের একটি হলে এ উৎসবের আয়োজন করা হয়। এসময় অংশগ্রহণকারী বন্ধুদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন সাইফুল, রাসেল মাহমুদ, এডভোকেট শাখাওয়াত, রিয়াজ সরকার, হারুন অর রশিদ, সাইফউদ্দিন সাইফ, মোহাম্মদ ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে সাংস্কৃতিক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী শতাব্দী কর, শিল্পী মুনা, গীটারিস্ট পাপ্পু। এসময় দেশের গান ও ব্যান্ড সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথিদের মাতিয়ে রাখেন আয়োজকেরা।

post
এনআরবি লাইফ

কাতারে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন

কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের সবুজ-শ্যামল প্রাকৃতিক পরিবেশে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্যদিয়ে আয়োজিত অনুষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এ মিলনমেলায় কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু-কিশোর, পুরুষ-মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। জুমার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আসর নামাজের পর র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক মোসাদ্দেক বিল্লাহ। অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও সদস্য নিয়াজ মোহাম্মদ খান।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.