কাতারে প্রবাসীদের ফ্যামিলি গেট টুগেদার
কাতারে বার্ষিক বনভোজন ও ফ্যামিলি গেট টুগেদার করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি কাতার চ্যাপ্টার।দেশটির লুসাইল সিটির ক্রিসেন্ট পার্কে জাঁকজমকপূর্ন এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুকিত এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার এম খায়ের উদ্দিন, দূতাবাসের কাউন্সিলর এম মাসহুদূল কবির, মোবাশ্বেরা কাদেরি ও দ্বিতীয় সচিব এম নাসির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন আই ডি ই বি কাতার চ্যাপ্টার এর সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী হেদায়েত উল্লাহ কবির, উপদেষ্টা প্রকৌশলী খন্দকার ওহিদূল আলম ও প্রকৌশলী জনাব খন্দকার আবু রায়হান।