post
এনআরবি লাইফ

বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রতিযোগিতা কারণে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু হয়েছে- এমন অভিযোগে ওই দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতার অভিযোগ এনে ওয়ারেন পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা দুজনই বাংলাদেশি। তারা হলো- তায়াসুকা আমান (২০) ও গোলাম রহমান (২২)। ২৫ ফেব্রুয়ারি মিশিগানে ওই সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলী সাজুর (২৫) মৃত্যু হয়। এ দুর্ঘটনায় নিহত সাজুর মেয়ে মোমো গুরতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। এতে তার ছেলে তামিমও আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার জন্য তাদের ১৫ বছরের শাস্তিযোগ্য অপরাধ এবং আহতের ঘটনার জন্য ৫ বছরের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে।মিশিগানের ওয়ারেন পুলিশ জানিয়েছে, দুই বাংলাদেশি তরুণ রাস্তায় ড্রাইভিং প্রতিযোগিতা করছিলেন। এ ঘটনায় দুর্ঘটনার শিকার হয়ে সাজুর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অতীতে তাদের বিরুদ্ধে নানা অপরাধের রেকর্ড রয়েছে। আদালত তাদের ৫০ হাজার ডলারে জামিন মঞ্জুর করেন। এখন পর্যন্ত তাদের কোনো আইনজীবী কোর্টে আসেননি। আদালত তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৪ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

post
এনআরবি লাইফ

লেবাননে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

লেবাননে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ দিবসটি। জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান। বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ ও বঙ্গবন্ধুর ৭ই মার্চ দিবসের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।রাষ্ট্রদূত তাঁর ভাষনে জাতির জনকের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোকপাত করেন এবং ঐতিহাসিক ঘটনা পরিক্রমায় দিবসটির গুরুত্ব তুলে ধরেন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট হিসেবে এই ভাষণের স্বীকৃতির বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে আলোচনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি লাইফ

সৌদি আরবে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সৌদি আরবের রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন উপপ্রধান মোঃআবুল হাসান মৃধা। জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় মিশন উপপ্রধান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিটি শব্দই ছিল তার হৃদয়ের গভীর থেকে উৎসারিত। তিনি বলেন- বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিল অত্যন্ত কূটনৈতিক ও কৌশলী ভাষণ। তিনি আরো ও বলেন- যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে বাংলাদেশের সকল খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।মিশন উপপ্রধান বলেন- বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে ও ২০৪১ সালে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের স্মার্ট বাংলাদেশে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা” গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য প্রবাসীদের আহবান জানান।

post
এনআরবি লাইফ

ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স গঠন

যুক্তরাজ্যের বাংলদেশী বংশভূত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের উদ্যোগে গঠিত হয়েছে নতুন সংগঠন। অরাজনৈতিক এ সংগঠনটির নাম রাখা হয়েছে ব্রিটিশ-বাংলাদেশী ফার্স্ট সিটিজেন এলায়েন্স। সম্প্রতি সংগঠনটির আগামী ২ বছরের জন্য ম্যানেজমেন্ট কমিটিও গঠন করা হয়েছে। ইষ্ট লন্ডনের একটি হলে বৃটিশ বাংলাদেশী মেয়র ও স্পিকাররা সংগঠনটির আত্মপ্রকাশ করেন। দেশটির বিভিন্ন কাউন্সিলর ও ফার্স্ট সিটিজেনদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আসাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাবেক স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া। এসম বক্তব্য রাখেন টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক মেয়র ছয়ফুল আলম , সেলিম উল্লাহ, দরছ উল্লাহ, আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই, খালেছ উদ্দিন আহমেদ, মো: আহবাব  হোসেন। ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম, নিউহাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, বার্কিং ও ডাগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র ফারুক চৌধুরী, ইজলিংটন কাউন্সিলের সাবেক মেয়র জিলানী চৌধুরী সহ অনেকে।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে এফবিআইয়ের ‘ধরিয়ে দিন, পুরস্কার নিন’ ঘোষণায় তৎপর বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একজন বাংলাদেশি অপহরণকারীকে ধরিয়ে দিতে এফবিআইয়ের ঘোষিত পুরুস্কার পেতে তৎপর হয়ে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির বাংলাদেশি সম্প্রদায়ের অভ্যন্তরে চাঞ্চল্যকর এ অপহরণ মামলার সর্বশেষ আসামি রুহেল চৌধুরীকে (৩৪) ধরতে গত শুক্রবার (১ মার্চ) ওয়েবসাইটে ২০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ টাকা পুরস্কার ঘোষণার পোষ্টার প্রকাশের পর নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদশিদের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুধু পুরুস্কারের আশায় নয়, একজন প্রকৃত আসামিকে ধরিয়ে বা সন্ধান দেওয়া বাংলাদেশিদের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন অনেকেই। জানা গেছে, নিউইয়র্কের যে এলাকায় বাংলাদেশি অপহরণের ঘটনাটি ঘটেছিলো সেটি জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ে। এ এলাকার একজন বাংলাদেশি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা এ ব্যাপারে খোঁজখবর রাখছি। কোনো সন্ধান পেলেই জায়গামতো খবর পৌঁছে দেবো। প্রবাসে এ ধরনের অপরাধের জন্য আমরা অনেকটাই লজ্জাবোধ করি। তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার প্রবাসী বাংলাদেশি আসিফ আলী জানান, এ ধরনের অপরাধীদের জন্য গোটা বাংলাদেশি কমিউনিটি কলুষিত হচ্ছে। এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বাংলাদেশিদের এগিয়ে আসা প্রয়োজন। গত ১০ জানুয়ারি নিউইয়র্কে বাংলাদেশিকে অপহরণ মামলার ৬ আসামিকে গ্রেপ্তারের পর একই মামলার সর্বশেষ আসামি রুহেল চৌধুরীকে ধরিয়ে দিতে শুক্রবার ২০ হাজার ডলার পুরষ্কার ঘোষণা করে এফবিআই। তার বিরুদ্ধে নিউইয়র্কে দুজনকে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন এবং মুক্তিপণের জন্য হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

post
এনআরবি লাইফ

অলংকারী ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন

প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের বিদায়ী সভাপতি আবেদ চৌধুরীর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক এডভোকেট রশিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার এম এ সালাম। দ্বিতীয় পর্বে এডভোকেট রশিদ আলীকে সভাপতি, মমিনুর মুরাদকে সেক্রেটারী এবং এম এ সালামকে কোষাধ্যক্ষ করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার ফ্রী ইস্ট্র প্রভিন্সের কোয়া কোয়ার কেস্টেল শহরে মো. শামসুল আলম নামে একজন প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শামসুল ইসলাম তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার হন।নিহতের বোনের স্বামী কিরন জানিয়েছেন, চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ দোকানে এসে মাথায় এবং বুক বরাবর প্রায় ৫ রাউন্ড গুলি করে। তারা আলমের মৃত্যু নিশ্চিত করেই স্থান ত্যাগ করে।এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত শামসুল আলমের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির আলিপুরে। বাংলাদেশে তার স্ত্রী এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে আলমের লাশ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় বাংলাদেশির ৭ মাসের কারাদণ্ড

মালয়েশিয়ায় একটি কোম্পানি থেকে তিন লাখ রিঙ্গিতের বেশি অর্থ আত্মসাতের দায়ে মোহাম্মদ মেহেদী হাসান নামের এক বাংলাদেশি সেলসম্যানকে সাত মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির দায়রা আদালত। সেই সঙ্গে একটি বেত্রাঘাতের আদেশ দেয়া হয়েছে।আদালত সূত্রে জানা যায়, ২৯ বছর বয়সি মো. মেহেদী হাসান ২০২৩ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মার্কেটের ‘মালিক স্ট্রিমস কর্পোরেশন এসডিএন বিএইচডি’র কোম্পানি থেকে ৩ লাখ ৯’শ রিঙ্গিত অর্থ অপব্যবহার করেছেন। তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক আজরুল দারুস এই সাজা প্রদান করেছেন।

post
এনআরবি লাইফ

সৌদিতে কুমিল্লা প্রবাসী সোসাইটির অভিষেক

সৌদি আরবে কুমিল্লা প্রবাসী সোসাইটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করার হয়। এসময় কুমিল্লা নামে বিভাগ ঘোষণার আহবান জানান কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম। সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শিল্পপতি মোহাম্মদ আলী আকবর। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সাংবাদিক রুস্তুম খান ও শেখ জামাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হক পাপ্পু, মোহাম্মদ জামেরুল ইসলাম, মোহাম্মদ মীর হোসেন, জাহাংগীর আলম,আলহাজ্ব আলমগীর হোসেন সহ অনেকে। পরে ভাষা শহিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

post
এনআরবি লাইফ

প্রথমবারের মতো ইতালিতে একুশে ফেব্রয়ারি পালন

প্রথমবারের মতো অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রয়ারি পালন করেছে ইতালির তরিনো প্রবাসীরা। স্থানীয় একটি পার্কে বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি মোক্তার খানের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সহযোগীতা করেন আসাদ উল্লাহ,কামরুল হাসান,আলেক্সান মোল্লা,রাজ্জাক মোল্লা,হাদিস সালাম,মো নুরুল,মাসুদ রহমান,মুন্না চৌধুরী, আরিফুর রহমান,হায়াত আলী,ইঞ্জিনিয়ার আনোয়ার,ইভা আক্তার,আনিসুজ্জামান,শামিমুল হুদা,সিজার আহমেদ,আব্দুল জলিল,রিমন আহমেদ সহ স্থানীয় কমিউনিটির সদস্যরা। এতে শ্রদ্ধা জানান তরিনো বিএনপি,বৃহত্তর ঢাকা সমিতি,ঢাকা সমিতি,বৃহত্তর সিলেট সমিতি,সিলেট ঐক্ষ পরিষদ,বৃহত্তর নোয়াখালি জেলা সমিতি,লক্ষীপুর জেলা সমিতি,বৃহত্তর ময়মনসিংহ সমিতি,বরিশাল সমিতি, মাদারীপুর,শরীয়তপুর সহ বিভিন্ন আঞ্চলিক সমিতি। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে প্রতিবছর এ আয়োজনের আহবান জানান দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.