যুক্তরাজ্যে জেনারেশন ফেস টু ফেস সভা
গ্লাসগোর চ্যারিটি সংগঠন বাংলা সেন্টার আয়োজিত "জেনারেশন ফেস টু ফেস" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডক্টর সাইফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে নিজেদের কৈশোর জীবনের অভিজ্ঞতার গল্প বলেন কমিউনিটির প্রবীণ ও বর্তমান প্রজন্মের স্কুলগামী শিক্ষার্থীরা। এসময় মলয় সরকারের ভিডিও গ্রাফি উপস্থাপনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বিগত প্রজন্মের ডাঙ্গুলীর মত খেলাধুলার গল্প, পালকি ও গরুর গাড়িতে পথ চলা, বিদ্যুৎবিহীন হারিকেন ও কুপি জ্বালিয়ে মাছ ধরা আর লেখাপড়ার গল্পও। সমাজে বৃদ্ধ ব্যক্তিদের নিঃসঙ্গতা কাটনো এবং ভিন্ন প্রজন্মের মানুষদের মধ্যে মেলবন্ধন স্থাপনের উদ্দেশ্যে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে এ ধরনের অনুষ্ঠান আরও করার আশা ব্যক্ত করেন বাংলা সেন্টারের প্রেসিডেন্ট আশরাফ চৌধুরী।