post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে জেনারেশন ফেস টু ফেস সভা

গ্লাসগোর চ্যারিটি সংগঠন বাংলা সেন্টার আয়োজিত "জেনারেশন ফেস টু ফেস" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডক্টর সাইফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে নিজেদের কৈশোর জীবনের অভিজ্ঞতার গল্প বলেন কমিউনিটির প্রবীণ ও বর্তমান প্রজন্মের স্কুলগামী শিক্ষার্থীরা। এসময় মলয় সরকারের ভিডিও গ্রাফি উপস্থাপনার মধ্য দিয়ে তুলে ধরা হয় বিগত প্রজন্মের ডাঙ্গুলীর মত খেলাধুলার গল্প, পালকি ও গরুর গাড়িতে পথ চলা, বিদ্যুৎবিহীন হারিকেন ও কুপি জ্বালিয়ে মাছ ধরা আর লেখাপড়ার গল্পও। সমাজে বৃদ্ধ ব্যক্তিদের নিঃসঙ্গতা কাটনো এবং ভিন্ন প্রজন্মের মানুষদের মধ্যে মেলবন্ধন স্থাপনের উদ্দেশ্যে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে এ ধরনের অনুষ্ঠান আরও করার আশা ব্যক্ত করেন বাংলা সেন্টারের প্রেসিডেন্ট আশরাফ চৌধুরী।

post
এনআরবি লাইফ

জেলা বিএনপি নেতাকে আমিরাতে সংবর্ধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ানের আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।আমিরাতের নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শিল্পনগরী মোছাফ্ফার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক হাজী মোহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন খতীব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, উপদেষ্টা আবদুল কুদ্দুস খালেদ, উপদেষ্টা আবুল কালাম আজাদ, এডভোকেট শহীদুল ইসলাম ও উপদেষ্টা রুহুল আমিন চৌধুরী অনেকে। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ সাইদূল ইসলাম জাভেদ, ফরিদুল আলম , জহুর আলম ,ইকবাল হোসেন, সফিউল আলম , আবুল কালাম, ওবায়দুল হক রোকন, নজরুল ইসলাম, নুর আহমদ বাদশা, মোঃ হামিদুল হক ও কাজী মোহাম্মদ এরশাদ।

post
এনআরবি লাইফ

টিকিট কেটেছিলেন দেশে ফেরার, দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল ইকবালের

দক্ষিণ আফ্রিকায় ইকবাল হোসেন নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটার দিকে ডারবান শহরে নিজ দোকানের সামনে তাকে গুলি করা হয়। নিহত ইকবাল হোসেন (৪২) নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।নিহত ইকবাল হোসেনের শ্যালক মো. বিপ্লব বলেন, প্রায় সাত বছর আগে ইকবাল দক্ষিণ আফ্রিকায় যান। স্থানীয় সময় রোববার সাতটার দিকে তিনি দোকান বন্ধ করেন। এ সময় নিজ দোকানের সামনে একদল স্থানীয় অস্ত্রধারীর তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে ওই দোকানে চুরির ঘটনা ঘটেছিল বলে জানান বিপ্লব। চলতি মাসের ১৫ তারিখ ইকবাল দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হানিফ (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, শুক্রবার হানিফ হামলার শিকার হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।জানা যায়, মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে একটি দোকানে কাজ করতেন মোহাম্মদ হানিফ। শুক্রবার কাজের সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট নিয়ে চলে যায়। এসময় হানিফ তাদের বাধা দেন। তবুও দুর্বৃত্তরা চলে যেতে চাইলে পেছনে ধাওয়া করেন হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত হানিফকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার মারা যান। নিহত হানিফের জানাজা আগামী মঙ্গলবার বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে দাফন করা হবে। হানিফের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে। 

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে শরীয়তপুর প্রবাসীরদের সভা

শরীয়তপুর সদর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালকে নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত শরীয়তপুর জেলাবাসী আয়োজন করছেন ৭ মার্চের আলোচনা সভা। ৭ মার্চ পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি উকিয়ত উল্লাহ উকিলের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, গৌরব-৭১ এর লন্ডন মহানগর শাখার সভাপতি ফকির আল মামুন, মজিবুর রহমান, সালাম খান, আলী আহমেদ কোতোয়াল, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি সাত্তার মাতব্বর সহ অনেকে।

post
এনআরবি লাইফ

ফ্রান্সে নকশী বাংলা ফাউন্ডেশনের বর্ষপূর্তি

নকশী বাংলা ফাউন্ডেশন এর ২০ বছর পূর্তি ও নকশী বাংলার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।প্যারিসের পাঁচ তারকা বলরুমে এ আয়োজন করা হয়। একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক সুব্রত ভট্টাচার্য শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাংবাদিক তাইজুল ফয়েজ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী, আলী আজম খান, আশরাফুল ইসলাম, অধ্যাপক অপু আলম, আলী আজম খান,একে আজাদ, সাংবাদিক জাকির হোসাইন, মাসুদ হায়দার ও এলান খান চৌধুরীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। নকশী বাংলার বিশেষ সম্মাননা ২০২৪ এ ভূষিত হয়েছেন সালেহ আহমদ চৌধুরী, মির্জা মাজহারুল ইসলাম,এমদাদুল হক স্বপন, সাংবাদিক ফেরদৌস করিম আকঞ্জি, ফয়ছল উদ্দিন, সেলিম রেজা, কবি লোকমান আহমদ আপন, আক্তার দেওয়ান শামীমা,সরকার মিজানুর রহমান, সাব্বির আহমদ ও সাদিকুর রহমান। পরে নকশী বাংলা বইয়ের উপর আলোকপাত করেন ওবায়দ উল্লাহ কয়েছ।

post
এনআরবি লাইফ

স্পেনে বিজনেস অ্যাসোসিয়েশনের সভা

বার্সেলোনা প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বার্সেলোনার স্হানীয় একটি রেষ্টুরেন্টে অ্যাসোসিয়েশনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ। সভায় উপস্হিত ছিলেন উপদেষ্ঠা আপ্তাব নজরুল ইসলাম, আফাজ জনি, আমিন আলী রফিক, শফিউল আলম, জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ইকবাল বকসি ও সদস্য করিম ওয়াহিদসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

post
এনআরবি লাইফ

এইচএসএলটি’র উদ্যোগে যুক্তরাজ্যে চ্যারিটি ডিনার

হিউম্যানিট্যারিয়ান এন্ড সেভিং লাইভস ট্রাস্ট-এইচএসএলটি’র উদ্যোগে চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। ইস্ট লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত এ টিডিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইস্ট হ্যামের এমপি স্যার স্টিফেন টিমস। সংগঠনের সেক্রেটারি মানিকুর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আশিকুর রহমান। বাংলাদেশ এবং ব্রিটেনে চ্যারিটি রেজিস্ট্রেশনভুক্ত এইচএসএলটি নিউহ্যামে ফুডব্যাংকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৮ হাজার অসহায় পরিবারকে সহযোগিতা করেছে। বাংলাদেশেও অসহায় এতিম শিশুদের জন্যে কাজ করছে সংস্থাটি। অনুষ্ঠানে ফুডব্যাংক পরিচালনায় সহযোগিতার জন্যে বেশ কয়েকজন স্বেচ্ছাসেবিকে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। জেইন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা নিউহ্যামে ফুডব্যাংকের মাধ্যমে অসহায় দরিদ্রদের সহযোগিতার জন্যে সংস্থাটির প্রশংসাও করেন।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে আজ প্রথম তারাবি, সোমবার রোজা

রমজান মাস শুরুর তারিখ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আজ রোববার (১০ মার্চ) প্রথম তারাবি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল সোমবার (১১ মার্চ) প্রথম রোজা পালন করবেন দেশটির মুসলমানরা। ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজানের তারিখ ঘোষণা করে থাকে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলো। এ হিসাব অনুসারে রোববার রমজান মাসের চাঁদের জন্ম হবে।এক বিবৃতিতে ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা জানিয়েছে, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম দিন হবে সোমবার। আর প্রথম তারাবির নামাজ আদায় করা হবে রোববার রাতে।প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০ মার্চ ২০২৪ এ নতুন চাঁদ উঠবে। এদিন সূর্য থেকে চাঁদের দূরত্ব ৮ ডিগ্রির বেশি থাকবে। এ ছাড়া উত্তর আমেরিকার সব অঞ্চলে চাঁদ ৫ ডিগ্রির উপরে থাকবে।রমজান ও শাওয়াল মাসসহ সব চান্দ্রমাসের হিসাবের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানকে স্বীকৃতি দেয় ফিকাহ কাউন্সিল অব নর্থ আমেরিকা। তবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান ও ঈদের তারিখ নির্ধারণে খালি চোখে চাঁদ দেখার পদ্ধতি ব্যবহার করা হয়। কেউ খালি চোখে চাঁদ দেখার স্বীকৃতি দিলে তার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট রোববার (১০ মার্চ) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। সুপ্রিম কোর্টের ঘোষণায় বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর ও আল-হারিক এলাকায় রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে শুরু হবে মহিমান্বিত সিয়াম পালন।অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ এর মতে ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খালি চোখে চাঁদ দেখা সম্ভব। এ থেকে বোঝা যাচ্ছে, বাংলাদেশে ১২ মার্চ মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

post
এনআরবি লাইফ

‘অগ্নিঝরা মার্চকে’ বাংলাদেশের ঐতিহ্যের মাস হিসেবে পালন করল নিউইয়র্ক

‘অগ্নিঝরা মার্চকে’ বাংলাদেশের ঐতিহ্যের মাস হিসেবে পালন করেছে  নিউইয়র্ক সিটি। বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসটি বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসটি বাংলাদেশের জন্ম মাস। এ মাসকে ‘বাংলাদেশের ঐতিহ্যের মাস’ হিসেবে ঘোষণা করে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নিউ সুধী সমাবেশের আয়োজন করেননিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। স্থানীয় সময় বৃহস্পতিবার মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানেনিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস প্রবাসী বাংলাদেশিদের নানা প্রশংসার কথা উল্লেখ করে বলেন, নিউইয়র্ক সিটি বাংলাদেশি আমেরিকানদের জন্য গর্বিত। সিটির প্রতিটি দপ্তরেই তাদের পদচারণা রয়েছে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশিরা সিটির মূলধারার রাজনীতিসহ সর্বত্র এগিয়ে যাচ্ছেন। সিটির দরজা বাংলাদেশিদের জন্য উন্মুক্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ২৬ মার্চ বাংলাদেশ ফ্ল্যাগ ডে, বাংলাদেশ হেরিটেজ ডে, রমযানে ইফতার পার্টির আয়োজন হয় সিটির উদ্যোগে।তিনি ব্যক্তিগতভাবে ব্রঙ্কস, চার্চ ম্যাকডোনাল্ড, হিলসাইড ও রুজভেল্ট এভিনিউসহ সব এলাকার বাংলাদেশিদের সাথে অত্যন্ত পরিচিত। তাই বাংলাদেশি কমিউনিটির কল্যাণে তিনি আগামীতে আরও বেশি কাজ করতে চান।মেয়র এরিক এডামস বাংলাদেশের ঐতিহ্যের মাস উপলক্ষ্যে ৪ জন বাংলাদেশিকে অ্যাওয়ার্ড প্রদান করেন। তারা হলেন রুহিন হোসেন, আব্দুল চৌধুরী জ্যাকি, ডা. শামীম আহমেদ ও মনিকা রায় চৌধুরী। এ অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি অংশ নেন। গেল বছর থেকে ম্যানহাটনস্থ মেয়রের সরকারি বাসভবনে বাংলাদেশ হেরিটেজ দিবস উদযাপন শুরু হয়েছে।অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশি আমেরিকান মীর বাশার। অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল নাজমুল হুদা, মূলধারার রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিসস্ট গিয়াস আহমেদ, ফাহাদ সোলায়মান, আমিন মেহেদি, মোহাম্মদ আলী, নিউইয়র্ক-বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি শাহ নেওয়াজ, রানো নেওয়াজ, ফকরুল ইসলাম দেলোয়ার, যুবুদল নেতা জাকির এইচ চৌধুরী, খলিলুর রহমান, রকি আলিয়ান, মোহাম্মদ কাশেম, কমিউনিটি অ্যাক্টিভিসস্ট এম এ ইসলাম মামুন, ডিটেকটিভ মাসুদুর রহমান, ইব্রাহিম বারো ভুঁইয়া, ফরিদা ইয়াসমীন, আব্দুস সামাদ জাকারিয়া খবির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ।এর আগে মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে সীমিত আসনের এই আয়োজনে কাকে আমন্ত্রণ দেবেন এ নিয়ে চরম বিপাকে পড়েন স্বয়ং মেয়র ও তার অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কারণ শুধু নিউ ইয়র্কেই বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার বাংলাদেশি রয়েছেন। সেখান থেকে সঠিক মানুষদের খুঁজে বের করা খুবই কঠিন হয়ে পড়ে মেয়র কার্যালয়ের কর্মচারীদের। গত বছর একই ধরণের কিছু বিতর্কিত লোকদের আমন্ত্রণ করে নানা সমালোচনার সম্মুখীন হয়েছিলেন মেয়র। তাই এবারে ভেবে চিন্তে প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মার্চ মাসের ৭, ১৭, ২৫ এবং ২৬ তারিখ বাংলাদেশের স্বাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক সম্মিলন। আর ঐতিহাসিক ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু। তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ২০১৭ সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ৭ মার্চ নিউ ইয়র্ক সিটি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে অনুষ্ঠিতব্য সমাবেশের এ আয়োজন করায় মেয়র এরিক এডামসকে ধন্যবাদও জানিয়েছেন প্রবাসীরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.