post
এনআরবি লাইফ

কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঈদ বাজার ২০২৪

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কাতারে স্থানীয় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঈদ বাজার ২০২৪।রোববার সংবাদ সম্মেলন করেছে ঈদ বাজার আয়োজক বাংলাদেশী নারী সংগঠন "অনন্যা"। এসময় সংগঠনের প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি ইফফাত ফাতিমা ও নারী উদ্যোক্তা মেহেরুন্নিসা জানান, প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদ উপলক্ষ্যে তিনদিন ব্যাপী এ ঈদ বাজার অনুষ্ঠিত হবে। আগামী ২৮, ২৯ এবং ৩০ মার্চ আল-হালি স্টেডিয়াম এর রিজেন্সী হলে এ আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এ বাজার। কাতারে বিভিন্ন কমিউনিটির ১২০ জন বিক্রেতা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করবেন। বিশাল এই ঈদ বাজার আয়োজনে অনন্যাকে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস এবং রিচমন্ড কনস্যালটেন্সী এন্ড সার্ভিসেস।

post
এনআরবি লাইফ

গ্রিসে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

গ্রিসের এথেন্সে সুন্দরবন স্পোটিং ক্লাবের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা।বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ডাঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার খালেদ ও শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল। অনুষ্ঠানের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান। ইসমাইল হোসেন রানা প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলা ,তাজুল ইসলাম ,হাজী আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল।ইফতার মাহফিলে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, সমিতির সহ সভাপতি দরুদ মিয়া রনেল, জামাল হোসেন, সহ-সাধারন সম্পাদক আতাউল গনি আসাদ। এসময় অনুষ্ঠানে সংগঠনকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান জালালাবাদ ইনক এর সভাপতি শাহিন কামালী ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। পরে কমিউনিটিতে অগ্রণী ভুমিকা রাখার জন্য জালালাবাদবাসীকে ধন্যবাদ জানান আগত অতিথিরা।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে আ.লীগ নেতার ছেলের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগারে পাওয়া গেলো বাংলাদেশি যুবকের মরদেহ। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে নিউইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে ব্যামাগার থেকে পুলিশ রায়ান জামান (২৯) এর মরদেহ উদ্ধার করে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের একমাত্র ছেলে রায়ান জামান কীভাবে নিজের তৈরি ব্যামাগারে মারা গেছে তা এখনও পুলিশ জানতে পারেনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের মা-বাবা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। কোথাও তার কোনো সন্ধান না পেয়ে মা-বাবার মনে সন্দেহ দেখা দেয়। পরে বিকেলে নিউইয়র্কের কুইন্সে বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানতে পারেননি রায়ানের মা-বাবা।তিনি জানান, আগামীকাল শনিবার (১৬ মার্চ) বাদ যোহর রায়ানের নামাজে জানাজা জামাইকার মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং একই দিনে লং আইল্যান্ডের মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।রায়ানের মৃত্যুর খবর নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। স্নেহশীল, যত্নশীল ও মেধাবী রায়ান জামানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সামাদ আজাদ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকারকর্মী শহিদুল ইসলাম তালুকদার নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) বিকেলে নিউ ইয়র্কের মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাউন্টসিনাই সাউথ নাসাউ হাসপাতালে ভর্তি হন। শহিদুল ইসলামের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিপ্লবী ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নিউ ইয়র্কে মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) অধীনে কাজ করতেন। সাউথ এশিয়া ওয়াচ হিউম্যান রাইটস নিউ ইয়র্ক এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পত্রিকায় লেখালেখিও করতেন। শহিদুল ইসলাম পিরোজপুরের চল্লিশা গ্রামের বাসিন্দ ছিলেন। শনিবার যোহরের নামাজ শেষে জানাজা লং আইল্যান্ডের একটি মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সেখানে মরদেহ দাফন করা হয়।

post
এনআরবি লাইফ

লন্ডনে অসহায়ের মাঝে ইফতার বিতরন

সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে যৌথভাবে রমজানের খাবার বিতরন করেছে ইউরো ফুডস, মুসলিম এইড এবং ইস্ট লন্ডন মসজিদ। বুধবার বাদ জোহর পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে আনুষ্ঠানিকভাবে খাবারের এ প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইস্ট লন্ডন মসজিদের সিইও জুনায়েদ আহমেদ, মুসলিম এইডের সিইও খালিদ জাভিদ, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন্স ম্যানেজার ডায়ানা আলঘোল এবং ইউরো ফুডসের তারিফ আহমদ । ইউরো ফুডস এমন উদ্যোগ গ্রহণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। এছাড়াও প্রতিটি সামর্থ্যবান মানুষ ও প্রতিষ্ঠানকে সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহবান জানান তারা।

post
এনআরবি লাইফ

নিউইয়র্ক প্রবাসী শিশুসাহিত্যিক হাসানুর রহমান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী শিশুসাহিত্যিক হাসানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে তিনি নিউইয়র্কের কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসানুর রহমানের ছেলে রাজিব রহমান ও নিউইয়র্কের শিরি শিশু সাহিত্য কেন্দ্রের কেন্দ্রীয় প্রধান পরিচালক হাকিকুল ইসলাম খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় তিন বছর আগে বাসায় হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসার পর কুইন্সের একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় আড়াই বছর ধরে চিকিৎসাধীন ছিলেন।হাসানুর রহমানের স্ত্রী রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষিকা পারভীন রহমান ও দুই ছেলে রাজিব রহমান ও আশিক রহমান যুক্তরাষ্ট্রেই থাকেন। রাজিব রহমান (আরআর) মিউজিক ডিরেক্টর ও ওয়ারফেয়ার ব্যান্ডের প্রতিষ্ঠাতা। রাজিবের স্ত্রী বিউটি দাসও একজন সংগীত শিল্পী। তারা ভার্জিনিয়ায় থাকেন।প্রয়াত হাসানুর রহমান শিশুদের জন্য অসংখ্য বই লিখেছেন। প্রচার বিমুখ মানুষ ছিলেন তিনি। নিউইয়র্কে শিরি শিশু সাহিত্য কেন্দ্র সংগঠন নামে একটি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন। প্রবীণ শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত হাসানুর রহমান প্রায় পাঁচ দশক ধরে ছোটদের জন্যে লিখেছেন ছড়া, কবিতা, রূপকথা, গল্প-নিবন্ধ, একাঙ্কিকা। বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদের হাজী মোহাম্মদ মহসিন স্বর্ণপদক, ঢাকার ভাস্কর নাট্যদলের ভাস্কর নাট্যদল মিলেনিয়াম ২০০০ পুরস্কার এবং রাজশাহীর ‘খাজা স্মৃতি পাঠাগার ফেলোশিপ ২০০২-এ ভূষিত। হাসানুর রহমানের জন্ম ১৯৪৬ সালের ২২ আগস্ট নাটোর জেলার সিংড়া উপজেলায়। হাসানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৬৮ সালে বিএ (অনার্স) ও ১৯৬৯ সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ষাটের দশকে (১৯৬৬-৭০) ঢাকার অধুনালুপ্ত শিল্পী-সাহিত্যিক গোষ্ঠী ‘পূর্বাশা’র দপ্তর সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে ঢাকা থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক সমাজ পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৯৪-৯৫ সালে পেট্রোবাংলার বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ঢাকা লিয়াজোঁ অফিসে ব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী হন হাসানুর রহমান। তার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

post
এনআরবি লাইফ

ওমানে মনি স্মৃতি গোল্ড কাপ ফাইনাল

ওমানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।দেশটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি আট টি দল। ওমান যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম তৌহিদের সভাপতিত্বে খেলা পরিচালনা করেন ওয়াহেদ আহমদ রাউজন। এতে অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক-সিআইপি, এনআরবি সিআইপি অ্যাসোয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী সিআইপি, গাল্ফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নোমান, বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার শরিফুল আলমসহ অনেকে। খেলায় ফাইনালে ট্রাইবেকারে ৩-২ গোলে হামেরিয়া ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুরুম ফুটবল ক্লাব। পরে বিজয়দের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

post
এনআরবি লাইফ

গ্রিসে সুন্দরবন স্পোটিং ক্লাবের টুর্নামেন্ট

গ্রিসের এথেন্সে সুন্দরবন স্পোটিং ক্লাবের আয়োজনে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল প্রতিযোগিতা।বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামের সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়েবার সভাপতি ডাঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার খালেদ ও শ্রম সচিব বিশ্বজিৎ কুমার পাল। অনুষ্ঠানের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলা ,তাজুল ইসলাম ,হাজী আব্দুল কুদ্দুস ও সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসমাইল হোসেন রানা প্রধান।

post
এনআরবি লাইফ

আওয়ামী লীগ নেতাকে যুক্তরাজ্যে সংবর্ধনা

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমানকে যুক্তরাজ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে। ক্যামডেনের সুরমা সেন্টারে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। রাজনীতিবিদ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন আহমদ হাসান,কাউন্সিলার মুজিবুর রহমান এবং রফিকুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশনার সাইদামুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ক্যামডেন কাউন্সিলের মেয়র নাজমা রহমান,নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান, রেডব্রিজ কাউন্সিলের মেয়র জোসনা ইসলাম সহ দেশটিতে বসবাসরত মৌলভীবাজার পৌরসভার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.