কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঈদ বাজার ২০২৪
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কাতারে স্থানীয় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঈদ বাজার ২০২৪।রোববার সংবাদ সম্মেলন করেছে ঈদ বাজার আয়োজক বাংলাদেশী নারী সংগঠন "অনন্যা"। এসময় সংগঠনের প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি ইফফাত ফাতিমা ও নারী উদ্যোক্তা মেহেরুন্নিসা জানান, প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদ উপলক্ষ্যে তিনদিন ব্যাপী এ ঈদ বাজার অনুষ্ঠিত হবে। আগামী ২৮, ২৯ এবং ৩০ মার্চ আল-হালি স্টেডিয়াম এর রিজেন্সী হলে এ আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এ বাজার। কাতারে বিভিন্ন কমিউনিটির ১২০ জন বিক্রেতা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করবেন। বিশাল এই ঈদ বাজার আয়োজনে অনন্যাকে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস এবং রিচমন্ড কনস্যালটেন্সী এন্ড সার্ভিসেস।