post
এনআরবি লাইফ

দুবাইতে ১ হাজার প্রবাসীর মাঝে ইফতার বিতরণ

আমিরাতে বাংলাদেশ সমিতি দুবাই-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও প্রায় এক হাজার প্রবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুবাইয়ের সোনাপুর হামাদ আব্দুল কারিম নাসরুল্লাহ আল আরিফ মসজিদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, সহ-সভাপতি আলহাজ্ব জুলফিকার ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ডাইরেক্টর সোহরাব হোসেন, সদস্য কামাল হোসেন ও আবুল কাশেম সহ অনেকে।

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে হেরে গেলেন বাংলাদেশী শামীমা

যুক্তরাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী শামীমা বেগম তার নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য সুপ্রীম কোর্টে করা চ্যালেঞ্জেও হেরে গিয়েছেন। ২৪ বছর বয়েসী এই তরুণী তার মামলাটি সর্বোচ্চ আদালতে নিয়ে যাওয়ার জন্য আপীল আদালতে অনুমতি চেয়েছিলেন। ২০১৯ সালে সরকার জাতীয় নিরাপত্তার স্বর্থে তার নাগরিকত্ব কেড়ে নেয়। এর আগে, শামীমা জঙ্গী গোষ্ঠি ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিযায় পালিয়ে যান।

post
এনআরবি লাইফ

ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার

অস্ট্রিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। আফগান বংশোদ্ভুত মাতিন পানচিরির সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ আবু মুসা। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ। এতে বক্তব্য রাখান,ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অমিত ভুরাল ও ভাইস প্রেসিডেন্ট এস্রেফ চাকমাকসহ অন্যরা। এসময় ফিলিস্তিনের মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহবান জানান দেশটির সংসদ সদস্যরা। মাহফিলে বাংলাদেশী কমিনিটির পক্ষে উপস্থিত ছিলেন মাহেরুল হক শামীম, মোরাদুল আলম , হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমদ , কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম, ইকবাল মুস্তারী, মাসুদুল আলম , শিফার আহমেদ, আবু সাইয়েদ চৌধুরী, জাহাঙ্গীর আলম , আক্তারুজ্জামান শিবলী, মাসুদুর রহমান, মাসুদ চৌধুরী, সামসুল ইসলাম ও দীন ইসলাম।

post
এনআরবি লাইফ

প্রবাসীর সহযোগীতায় নোয়াখালীতে ঈদ সামগ্রী বিতরণ

দুবাই প্রবাসী ছালাউদ্দিন সানির সহযোগীতায় নোয়াখালীর সেনবাগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিণ রাজারামপুরে সেচ্ছাসেবী সংগঠন সওদাগর পাড়া মানবসেবা ফাউন্ডেশন এ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। ফাউন্ডেশনের সভাপতি বাহার মিয়া সওদাগরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গোলাম সারওয়ার, ছায়েদল হক মিয়া, আবুল কালাম আজাদ, সোলেমান বাদশা বাবলু ও আবু নাছের চৌধুরী সহ অনেকে। এসময় প্রায় ২ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে চাউল,সয়াবিন,দুধ, শেমাইসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

post
এনআরবি লাইফ

মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট বিতরণ

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট পেয়েছেন দেড় হাজার প্রবাসী বাংলাদেশি। শনি ও রোববার দেশটির ছুটির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় তারা পাসপোর্ট সংগ্রহ করেন। দেশটিতে প্রবাসীদের চলমান বৈধকরণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছে হাইকমিশন। জানা যায়, দেড় হাজার পাসপোর্টসহ সরাসরি ও পোস্ট অফিসের মাধ্যমে এ পর্যন্ত মোট ২ লাখ ৮০ হাজার পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ৩০ ও ৩১ মার্চ জোহর প্রদেশের অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে পাসপোর্ট বিতরণ ও কন্স্যুলার সেবা দেওয়া হবে। সেক্ষেত্রে ২৫ মার্চের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে বলা হয়েছে।

post
এনআরবি লাইফ

প্রবাসীর উদ্যোগে ফরিদপুরে ঈদ সামগ্রী বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে ২৫০ জন ইমামের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান হাজী আব্দুর রহিম কল্যান ট্রাস্ট। বৃহস্পতিবার সকালে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল থেকে গাজীরটেক ইউনিয়নে উপহার সামগ্রি বিতরণ করা হয়। উপহার হিসেবে এদের প্রত্যেককে পঁচিশ কেজি চাল,আলু,পিয়াজ, চিনিসহ বিভিন্ন উপকরণ ও নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন,উপহার দাতা আলমগীর কবিরের বাবা হাজী আব্দুর রহিম,ট্রাস্টের পরিচালক মো.মোস্তফা কবির,চরভদ্রাসন উলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

post
এনআরবি লাইফ

বাসার গ্যারেজে পাওয়া গেল প্রবাসী তরুণ রায়ানের লাশ

নিউইয়র্কের কুইন্সের রিগোপার্ক এলাকায় বাসার পেছনে গাড়ির গ্যারজে নিজেদের তৈরি ব্যায়ামাগার থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কৃষিবিদ আশরাফুজ্জামান এবং জামালপুর জেলা সমিতির সাবেক সভাপতি মোর্শেদা জামানের একমাত্র পুত্র রায়ান ইফতেখার জামান (২৯) এর লাশ উদ্ধার করেছে নিউইয়র্কের পুলিশ। রায়ানের মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে পুলিশের তদন্ত চলছে। তবে ১৯ মার্চ মঙ্গলবার হাসপাতালের ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রায়ান। জানা গেছে, ১৪ মার্চ বৃহস্পতিবার দুপুরের পর রায়ানকে খুঁজে পাচ্ছিলেন না তার মা-বাবা। কর্মস্থলের সহকর্মীদের ফোন করে জানতে পারেন রায়ান কাজেও যাননি। এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন পরিবারের সদস্যরা। ফোন করেন আত্মীয় স্বজনদের। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। রায়ানের ব্যবহৃত গাড়িটিও বাসায় রাখা ছিল। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাসার পেছনে গাড়ির গ্যারেজে রায়ানের নির্মিত ব্যায়ামাগারে খুঁজতে যান বাবা-মা। সেখানে গিয়ে দেখেন রায়ানের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তৎক্ষণাৎ ফোন করেন পুলিশকে। অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে রায়ানকে প্রাথমিক পরীক্ষার পর জানায়, রায়ান আর জীবিত নেই। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। এদিকে ১৬ মার্চ শনিবার দুপুরে জোহরের নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে রায়ানের নামাজে জানাযা হয়। জানায় বিপুল বাংলাদেশি মুসল্লি অংশ নেন। জানাযায় ইমামতি করেন জ্যামাইকায় মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। জানাজার পরই লং আইল্যান্ডে ওয়াশিংটন মুসলিম মেমরিয়াল গোরস্থানে রায়ানকে দাফন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে রায়ানের বাবা কৃষিবিদ আশরাফুজ্জামান বলেন, পৃথিবীতে সবচেয়ে কষ্টের হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আমাকে সেই লাশ বহর করতে হচ্ছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, জ্যামাইকা মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট মোহাম্মদ এম রহমান তুহিন ও সাধারণ সম্পাদক আফতাব মান্নান। রায়ানের মা মোর্শেদা জামান সাংবাদিকদের জানান, মাত্র দু’সপ্তাহ আগে রায়ান জেএফকে এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে চাকরি শুরু করেছিলেন। উল্লেখ্য, নিউইয়র্কের সেরা ১০ পাবলিক স্কুলের শীর্ষস্থানীয় ‘স্টাইভ্যাসেন্ট হাই স্কুল’ থেকে গ্র্যাজুয়েশনের পর কুইন্স কলেজ থেকে বিজনেস-ফাইন্যান্সে উচ্চতর ডিগ্রি নিয়েছিলেন রায়ান। তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। একমাত্র ছোট বোনের বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। রায়ানের বাবা কৃষিবিদ আশরাফুজ্জামান এবং মা মোর্শেদা জামান বাংলাদেশি কমিউনিটিতে সজ্জন হিসাবে পরিচিত। রায়ানের মৃত্যুতে তারা ভেঙে পড়েছেন। বাংলাদেশি কমিউনিটির পরচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

post
এনআরবি লাইফ

স্পেনে সেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল

বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবক দল স্পেন দক্ষিণের আহবায়ক আক্কাস মিয়ার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সদস্য সচিব আতিকুর রহমান লিটু এবং যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজীব হাসান,সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম,আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম ও আসলাম ফকির। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন, কাতালনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আজমান আলী, বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম সহ কাতালোনিয়া বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

post
এনআরবি লাইফ

আবুধাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।দূতাবাস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, জনতা ব্যাংক আমিরাতের সিইও কামরুজ্জামান, প্রকৌশলী রফিকুল আলম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, আবুধাবি আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসীম, প্রিয়াঙ্কা খন্দকার, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু তাহেরসহ অনেকে।

post
এনআরবি লাইফ

স্পেনে জাতীয় শিশু দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে স্পেনের ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন।হাইকমিশন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সহকারী হাইকমিশনার কাজি জিয়াউল হাসানের সভাপতিত্বে পরিচালনা করেন দূতালয় প্রধান মল্লিক নাজিরুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনের কর্মকর্তা। আলোচনা সভায় অংশগ্রহন করেন সুরাবুর রহমান, বীর মুক্তিযুদ্ধা ড. নজরুল ইসলাম,সৈয়দ মাহমুদুর রহমান ও মীর গোলাম মোস্তফাসহ আরো অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.