post
এনআরবি লাইফ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রী নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে নিউইয়র্কের লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কে এক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কলেজছাত্রী দেবপ্রীতা দে ব্রতীর।নিহত দেবপ্রীতা দে সিলেটের ওষুধ ব্যবসায়ী ও সেন্ট্রাল ফার্মেসির পরিচিত মুখ দেবাশীষ দে বাসু ও ভার্শতি দে দম্পতির কনিষ্ঠ কন্যা। পুলিশ সূত্রে জানা যায়, লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কের ৩৫ নম্বর বাহির পথে ইনফেনিটি গাড়ির আরোহী ছিলেন দেবপ্রীতা দে। গাড়ির চালক ছিলেন তার বন্ধু জীবন লেইকেন। অন্য একটি জিপ গাড়ির সঙ্গে ইনফিনিটি গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক থেকে ছিটকে গাছে ধাক্কা দেয়। ভোর পৌনে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইনফিনিটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। অপর গাড়ির চালককে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

post
এনআরবি লাইফ

কুয়েতে যুক্তরাষ্ট্র প্রবাসী আনসার হোসেন চৌধুরীর মৃত্যু

কুয়েতের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী আনসার হোসেন চৌধুরী মারা গেছেন।মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএর উপদেষ্টা আনসার হোসেন চৌধুরী কুয়েত এয়ারওয়েজ এর একটি ট্রানজিট ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কুয়েত হয়ে বাংলাদেশে আসার পথে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন। পরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য শাখা স্থানীয় একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করেন। পরে চিকিৎসকদের 'নিবিড় পর্যবেক্ষণে' তার চিকিৎসা চলছিল। কিন্তু ২৭ জানুয়ারি ফের শারীরিক অবস্থার অবনতি হয়ে মারা যান তিনি।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী। স্থানীয় প্রবাসীরা জানান, জোহানেসবার্গের হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন ঘটনার সময় দোকানে সামনে হাতে মোবাইলে ব্যস্ত ছিলেন। এসময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসী জনসম্মুখে লিটনকে পেছন থেকে দুই রাউন্ড গুলি করে দৌড়ে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লিটনের গ্রামের  বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলায়।

post
এনআরবি লাইফ

৩ ফেব্রুয়ারী রোমের তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব

আগামী ৩ ফেব্রুয়ারী রোমের বাঙালী অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ফিলারেটে পার্কে পিঠা উৎসব উদযাপন করা হবে। এ লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।রোমের তুসকোলানায় স্থানীয়একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়। ইমরুল কায়েছ,সোহরাব সরকার ও আমির হোসেন মোল্লা'র আহবানে সভায় উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, হাসান ইকবাল, আবুল কালাম আজাদ খোকন, জুবায়ের আহমেদ রিপন, নয়না আহমেদ, উম্মেহানি প্রিন্স ও সানজিদা ইসলাম সংগীতাসহ বৃহত্তর ঢাকার অন্যান্য নেতৃবৃন্দ।

post
এনআরবি লাইফ

ইতালিতে কাজ না পেয়ে সুমন নামের এক বাংলাদেশীর আত্মহত্যা

ইতালিতে সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। রাজধানী রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কে একটি গির্জার পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়।  ‍পুলিশের ধারণা, মঙ্গলবার দিনগত রাতে সুমন আত্মহত্যা করেছেন। পরদিন বুধবার সকালে এক ইতালিয়ান পথচারী তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খরব দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কয়েক মাসে আগে ইতালিতে আসেন সুমন। তার দেশের বাড়ি কুমিল্লার হোমনার চম্পক নগরে। বাবার নাম এ বারিক।এ বিষয়ে রোম বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। আত্মহত্যার আগে সুমন পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে তদন্ত চলছে। এদিকে সুমনের আত্মহত্যার ঘটনায় মুরাদ মহিবুর নামে আরেক ইতালি প্রবাসী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার বাড়িও কুমিল্লায়। তিনি জানান, এক বুক স্বপ্ন নিয়ে সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছিলেন সোনার হরিণ ধরতে! কিন্তু স্বপ্ন আর বাস্তবতা বড়ই কঠিন। দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ দিয়েছেন।

post
এনআরবি লাইফ

সংস্কৃতিকে ধারণ করে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের পিঠা উৎসব

বাংলাদেশ ও বাঙালি ঐতিহ্যকে ধারণ করে সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির সংগঠন 'বাংলা পাঠশালা'র উদ্যোগে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিটা উৎসব। এ উৎসবে জেনেভায় অবস্থিত বাঙালি পরিবারগুলোর অংশগ্রহণে উৎসবমুখর এই আয়োজনে হরেক রকম পিঠার পাশাপাশি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সব সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন (বিএসসি) - এর সভাপতি রিয়াজুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক এহতেশামুল হক। সঞ্চালনায় ছিলেন আরিনুল হক ও ফারানা হক। উল্লেখ্য, জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে। বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল এসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। বাংলা পাঠশালার পরবর্তী আয়োজন ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

post
এনআরবি লাইফ

কাতারে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কাতারের দোহায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে।কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হোটেল শেরাটনের গ্র্যান্ড দোহা রিসোর্টে এ আয়োজন করা হয়। এসময়ে কাতারে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো:নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতার সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল ফায়েজ ফালেহ আল শাম্মারী। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, এনডিসি। অনুষ্ঠানে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাতার সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কাতারে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও ডিফেন্স এটাসের পরিবার। এছাড়াও কাতারে অবস্থানরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়ন অগ্রগতি ও স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্র প্রবাসী জাফর সওদাগর আর নেই

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ সওদাগর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শনিবার রাত পৌনে ২টার দিকে লেক্সিংটনে ছোট মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন জাফর সওদাগর। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাফর সওদাগর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বোস্টন ও পার্শ্ববর্তী শহরে গ্রোসারি ব্যবসার পাশাপাশি নানা ধরনের সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি মেডফোর্ড মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য। ফুডল্যান্ড (গ্রোসারি) নামে একটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।জাফর সওদাগরের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় কপুরকিল গ্রামে। প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে এসে কর্মজীবন শুরু করেন। পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জাফর সওদাগরের বড় ছেলে জামাল উদ্দিন সওদাগর জানান, স্থানীয় সময় রোববার বাদ আছর মেডফোর্ড মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে স্থানীয় পীবডি কবরস্থানে।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়ার হাতে এক বাড়িওয়ালা বাংলাদেশি খুন হয়েছেন। নিহতের নাম একরামুল হক। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নিজ বাসায় মদ্যপ ভাড়াটিয়ার হাতুড়ির আঘাতে খুন হন তিনি। নিহতের নাম একরামুল হক। তাঁর বাড়ি চট্টগ্রামের হামজারবাড় এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ফিলাডেলফিয়া এয়ারপোর্টে কাজ করতেন।জানা যায়, ২৪ বছর আগে আমেরিকায় এসে আস্যালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুইল চেয়ারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন একরামুল। বছর খানেক আগে ফিলাডেলফিয়া শহরের এনগোরা ট্রেসে একটি তিন বেডরুমের বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন তিনি। তাঁর বাড়িতে হন্ডুরাসের বংশোদ্ভূত কার্লোস ও ডেভিড নামের অপর এক কৃষ্ণাঙ্গ আমেরিকান ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ৩ মাস ধরে কার্লোস বাসা ভাড়া দিচ্ছিলেন না। শনিবার রাত ১টায় কাজ থেকে ফিরে একরামুল হক কার্লোসের কাছে ভাড়ার টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে একরামের মাথায় আঘাত করতে থাকে। এক পর্যায়ে একরাম নিস্তেজ হয়ে বাসার মেঝেতে লুটিয়ে পড়েন। সারারাত ঘরের মেঝেতেই একরামের নিথর দেহ পড়ে থাকে। এদিকে সকাল ৭টায় ৯১১ এ কল পেয়ে পুলিশ সে বাড়িতে গিয়ে একরামের মরদেহ উদ্ধার করে। এসময় বাসার অন্য কক্ষ থেকে অভিযুক্ত হত্যাকারী কার্লোসকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় কার্লোস অতিরিক্ত মদ্যপ ছিল বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। নিহত একরামুল হক ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একাকী বসবাস করে আসছিলেন। তার পরিবার বাংলাদেশে থাকেন। একরামুল হকের মরদেহ ফিলাডেলফিয়া সিটি কাস্টোডিতে রাখা হয়েছে। এদিকে পারিবারিক সিদ্ধান্তে চট্টগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়া তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানা গেছে। ঘটনা জানাজানি হবার পর স্থানীয় বাংলাদেশিরা ঘাতককে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

post
এনআরবি লাইফ

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৩ জানুয়ারি লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের নিউবাড়ি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশপাশের পরিবারের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করছে দেশটির পুলিশ।লন্ডনের ইলফোর্ডের ফ্রেন্ডস ক্যাফে সুইটসের কর্ণধার ও ওই বাড়ির কর্তা হানিফ মোহাম্মদ মুকুল গণমাধ্যমকে জানান, পরিবার নিয়ে তিনি বাঙালিপাড়া ইলফোর্ডের নিউবাড়ি পার্ক এলাকায় প্রায় দেড় দশক যাবৎ বসবাস করছেন। ঘটনার দিন বিকেলে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান জানালা ভেঙ্গে ঘরে চুরি করা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.