post
এনআরবি বিশ্ব

সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হওয়ায় বার্মিংহামে আনন্দ সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব পুনরায় বিপুল ভোট নির্বাচিত হওয়ায় বার্মিংহামে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির আস্টন এর একটি রেস্টুরেন্টে বার্মিংহামে বসবাসরত দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় কমিউনিটি নেতা কলিম উল্লাহ বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু ও সাবেক ছাত্রনেতা শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন,সাইদুজ্জামান চৌধুরী,আশিক মিয়া,এমদাদুর রহমান সুহেজ,জুবের আলম,হাজি মধু মিয়া ও মোসাদ্দেক আহমদ শ্যামলসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

বৈধ উপায়ে টাকা পাঠানোর আহবান প্রতিমন্ত্রীর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশীদের রক্তচক্ষুকে ভয় করেন না। বঙ্গবন্ধুর মতো তিনিও দেশের জনগণের উপর আস্থাশীল। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদ থাকে। এসময় বিদেশ থেকে বৈধ উপায়ে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন। লন্ডন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো: আনহার মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

post
এনআরবি বিশ্ব

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম রাজিব নামে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় অঞ্চলিক সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই কামরুল ইসলাম রাজিব মারা যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পথেই মৃত্যু হয় রাজিবের, এমনটা জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি দীর্ঘ বছর দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ব্যবসা করে আসছিলেন।

post
এনআরবি বিশ্ব

প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শফিকুর রহমান চৌধুরীকে মনোনীত করায় যুক্তরাজ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।দেশটিতে বসবাসরত ওসমানী নগর ও বিশ্বনাথ বাসীর উদ্যোগে ক্যাম্বারলির জাল রেস্টুরেন্ট এ আয়োজন করা হয়। আশিক মিয়ার সভাপতিত্বে এ আনন্দ  সভা পরিচালনা করেন হাবিব আলী। সভায় বক্তব্য রাখেন আব্দুল মুহাইমিন, রকিব আলী, মঈনুল রশীদ, আজিজ মিয়া, ইসলাম আলী,বসির মিয়া, আলকাস মিয়া, বাদশা মিয়া, আসকর আলী, মিলন চৌধুরী, মকলিস মিয়া, লিটন মিয়া, মুরাদ চৌধুরী, আবুল কালাম, আজিজুল হক, শুহেল মিয়া সহ অনেকে।এসময় তাকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়। এছাড়াও সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী সিলেট-২ এর আওতাধীন ওসমানী নগর ও বিশ্বনাথের উন্নয়ন এবং বাংলাদেশের জন্য তিনি কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পাঁচ তারকা হোটেলে আনন্দঘন পরিবেশে কেক কেটে এ উদযাপন করে সংগঠনটির মালয়েশিয়া শাখা। শুরুতেই কোরআন তিলাওয়াত এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য দোয়া করেন সহসভাপতি সিদ্দিকুর রহমান । বঙ্গবন্ধু ফাউন্ডেশন  মালয়েশিয়ার শাখা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এর সঞ্চালনায় উনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি দাতু আব্দুল রউফ লিটন। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫ এ ঘাতকরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর জন্য বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে। তবে আল্লাহর রহমাতে বেঁচে যান তার সুযোগ্য দুই কন্যা। কিন্তু এখনো দেশি বিদেশি ষড়যন্ত্র চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার। আমাদের সকালকে ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

post
এনআরবি বিশ্ব

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৩ উপলক্ষে পুরস্কার বিতরণ

লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৩ উপলক্ষে আয়োজিত অনলাইন সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী শিশু-কিশোরদের মধ্যে দেশাত্ববোধ জাগ্রত করা ও বাংলা সংস্কৃতির ধারা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লন্ডন-বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের মখ্য সমন্বয়ক অলক দাশগুপ্ত। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা। মূখ্য আলোচক ছিলেন ড.জান্নাত আরা হেনরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জআমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক গোলাম কুদ্দুস, উদীচী যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি গোলাম কবির ও কবি মিনার মনসুর সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

গ্রেটার ঢাকা সোসাইটি ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রেটার ঢাকা সোসাইটি ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে নবগঠিত গ্রেটার ঢাকা সোসাইটি ইউকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজিরের সভাপতিত্বে চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। তাঁরা আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠন করবেন। সভায় বক্তব্য রাখেন ডাক্তার ফিরোজা ভূঁইয়া কণা, অ্যাডভোকেট আব্দুল হালিম, মোঃ মোতালেব মিয়া, তাহমিনা আক্তার শিপু, রৌশন আরা কলি ও সানজিদা আহমেদ ববীসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানকে নাগরিক সংবর্ধনা

‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননায় ভূষিত হওয়ায় যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে তরুণ এই রাজনীতিবিদকে সংবর্ধনা দেয়া হয়। এ আয়োজন করে প্রবাসী বালাগঞ্জ ও উসমানী নগর উপজেলা যুব সমিতি ইউকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নুরুল ইসলাম জিতু। ফয়জুর রহমান ফয়েজ ও ফয়সল আহমদ সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই কমিশন যুক্তরাজ্যের পলিটিক্যাল কাউন্সিলর দেওয়ান মাহমুদুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন রশিদ আহমেদ, বদরুল ইসলাম, আলহাজ্ব কবির উদ্দিন, হেলাল আব্বাসসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে বিজয় দিবসের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের নিজস্ব ভবনের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইমাম। এতে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলার শেরওয়ান চৌধুরী। এসময় বক্তব্য রখেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট নজমুল হক সাদিক, মুজিবুর রহমান আনা, মুক্তা বেগমসহ অনেকে। অনুষ্ঠানে ওয়েলফেয়ারের শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় সংগীত, বাংলা কবিতা ও ছড়া পরিবেশন করে অতিথিদের মাতিয়ে রাখেন।

post
এনআরবি বিশ্ব

অভিনেতা ইনাম আহমেদ স্মরণে টরন্টোতে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

কানাডায় টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টার’-এ বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা ইনাম আহমেদের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ ভূ-খণ্ডে নির্মিত প্রথম পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়কারী ইনাম আহমেদ ১৯২২ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামে জন্মগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে অভিনেতা ইনাম আহমেদ অভিনীত কয়েকটি চলচ্চিত্রের অংশ বিশেষ নিয়ে চলচ্চিত্র নির্মাতা এনায়েত করিম বাবুল সম্পাদিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ৫০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে ইনাম আহমেদ উপস্থিত দর্শকদের সামনে অনেকটা মূর্তমান হয়ে ওঠেন। প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর পর ইনাম আহমেদের জীবন ও কর্ম নিয়ে মূল আলোচনা করেন মুক্তিযোদ্ধা ও নাট্যকার আকতার হোসেন, বিশিষ্ট নৃত্যশিল্পী সুলতানা হায়দার, সাংবাদিক ও লেখক সুব্রত নন্দী ও চলচ্চিত্র লেখক ও সমালোচক ইকবাল করিম হাসনু। অভিনেতা ইনাম আহমেদের জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, ব্যারিস্টার শামিম আরা, রাজনীতিবিদ মোহসীন ভূঁইয়া, সাংবাদিক শওগাত আলী সাগর, আবৃত্তি শিল্পী হিমাদ্রী রয়, রাজনীতিবিদ ফায়জুল করিম, কবি রেজা অনিরুদ্ধ, টরন্টো বাংলা বইমেলার আহবায়ক সাদী আহমেদ, নাট্য অভিনেতা ম্যাক আজাদ, কবি জিন্না চৌধুরী, সংস্কৃতিসেবী এম এ কাদের মিলু, টরন্টো ফিল্ম ফোরামের কার্যনির্বাহী সদস্য শেখ শাহনওয়াজ, সামাজিক সংগঠক শিবু চৌধুরী ও নাট্য নির্দেশক সুব্রত পুরু। স্মরণ অনুষ্ঠানে অভিনেতা ইনাম আহমেদ সম্পর্কে স্মৃতিচারণ করেন টরন্টো প্রবাসী ইনাম আহমেদের কন্যা গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক ও নারী উন্নয়ন কর্মী আসমা আহমেদ মাসুদ এবং ইনাম আহমেদের দৌহিত্র মাশরুর ইশরাক। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর সময়ের কিছু অজানা বিষয় নিয়ে কথা বলেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। স্মরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক। উল্লেখ্য, মাত্র ৮ বছর বয়সে নাটকে অভিনয়ের মাধ্যমে ইনাম আহমেদের অভিনয় জীবন শুরু হয়। ১৯৩১ সালে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’ দেখার পর তাঁর চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ জন্মে। তাঁর বাবা তদানিন্তন পূর্ব বাংলার শিক্ষা পরিদর্শক ছিলেন। ইনাম আহমেদ কোলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে বাটা সু কোম্পানিতে কয়েক বছর চাকরি করেন। ১৯৪৩ সালে প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ‘সমাধান’ নামে কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু হয়৷ রূপালী পর্দায় তখন তাঁর নাম ছিল ‘অরুণ কুমার’। ১৯৫০ সালে ইনাম আহমেদ ঢাকায় চলে আসেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর পাশাপাশি তিনি ঢাকায় বেতার ও মঞ্চে অভিনয় ও বেতারে সংবাদ পাঠ করতেন। নাটক করতে গিয়েই তদানিন্তন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর পরিচালক আব্দুল জব্বার খানের সাথে তাঁর পরিচয় হয়। ১৯৫১ সালে ইনাম আহমেদ ‘রূপশ্রী’ নাট্য দলের সদস্য হিসেবে শংকরের লেখা ‘দুই পুরুষ’ নাটকে অভিনয় করেন এবং নাটকটি ‘রূপমহল’ সিনেমা হলে মঞ্চস্থ হয়। ইনাম আহমেদ ঐ নাটকে ‘কালী বাদশী’ চরিত্রে অভিনয় করেন। এই নাটকে তাঁর অভিনয় দক্ষতা দেখে আব্দুল জব্বার খান তাঁর নাট্যদল ‘কমলাপুর ড্রামা সার্কেল’ এর ‘মাটির মানুষ’ নাটকে ‘কালু সর্দার’ চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে আমন্ত্রণ জানান। এই নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি একজন শক্তিমান অভিনেতা হিসেবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। ১৯৫২ সালে ‘কমলাপুর ড্রামা সার্কেল’ এর পরবর্তী নাটক ‘শমশের ডাকাত’ এর কেন্দ্রীয় চরিত্রে তাঁকে মনোনীত করা হয়। কিন্তু নাটকটি মঞ্চস্থ হয় নি। ১৯৫৪ সালে এই নাটকটি নিয়ে আব্দুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রটি নির্মাণ শুরু করলে ইনাম আহমেদ এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ১৯৫৬ সালে ‘মুখ ও মুখোশ’ মুক্তি লাভ করলে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ইনাম আহমেদ চলচ্চিত্রপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ইনাম আহমেদ পশ্চিম পাকিস্তানের লাহোরে যান উর্দূ চলচ্চিত্র ‘আখেরি নিশান’ এ অভিনয় করার জন্য ৷ পশ্চিম পাকিস্তানে থাকা কালে তিনি অভিনয়ের পাশাপাশি করাচী বেতারে বাংলা সংবাদ পাঠ করতেন। বাংলা ছাড়াও তিনি উর্দূ, ফারসী ও ইংরেজী ভাষায় পারদর্শী ছিলেন। ১৯৬০ সালে তিনি লাহোর থেকে ঢাকায় ফিরে আসেন। তারপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করে তোলপাড় সৃষ্টি করেন। ১৯৬১ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে কয়েকটি হচ্ছে, হারানো দিন (১৯৬১), সূর্য ম্নান (১৯৬২), সোনার কাজল (১৯৬২), জোয়ার এলো (১৯৬২), নতুন সুর (১৯৬২), চান্দা (১৯৬২), কাঁচের দেয়াল (১৯৬৩), সুতরাং (১৯৬৪), দুই দিগন্ত (১৯৬৪), মিনার (১৯৬৫), রূপবান (১৯৬৫), ময়নামতি (১৯৬৮) প্রভৃতি। তাঁর অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হচ্ছে, নাচের পুতুল (১৯৭১), চন্দ্রনাথ (১৯৮৪), শুভ দা (১৯৮৬), এখনও অনেক রাত (১৯৯৭), নিশান, গুনাহগার, আসামী হাজির, তুফান, পদ্মাবতী, নসীব, চন্দ্রনাথ, শিরী ফরহাদ, শুভ দা, গৃহ বিবাদ ইত্যাদি। ইনাম আহমেদ দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এক সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘ঝিনুক’ এ তিনি ‘আমার শিল্পী জীবন’ শিরোনামে অত্যন্ত পাঠকপ্রিয় একটি ধারাবাহিক লেখা একটানা বহু বছর লিখে গেছেন। ইনাম আহমেদ ২০০৩ সালের ১৩ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর সাত সন্তানের মধ্যে এক পুত্র মুক্তিযোদ্ধা ও আর্টিস্ট মারুফ আহমদ জার্মানী এবং কন্যা গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমদ মাসুদ কানাডার টরন্টোতে বসবাস করছেন। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.