সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।সংগঠনটির ব্যনারে দিবসটি ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী গোলাম মোহাম্মাদ কবির,সাংবাদিক মোহাম্মাদ আবুল বশির, রিপন সরকার। এসময় বক্তব্য রাখেন আল খারজ শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছ মিয়া, ফয়েজ আহমেদ,বক্তিয়ার মোহাম্মাদ, শেখ মোহাম্মাদ নাসির তানভীর হাসান,মাওলানা আব্দুস সালাম সহ অনেকে।