post
এনআরবি বিশ্ব

সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সৌদি আরবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।সংগঠনটির ব্যনারে দিবসটি ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও রিয়াদ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাকিরুল হক মিঠু। এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী তানভীর সিকান্দার। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী গোলাম মোহাম্মাদ কবির,সাংবাদিক মোহাম্মাদ আবুল বশির, রিপন সরকার। এসময় বক্তব্য রাখেন আল খারজ শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছ মিয়া, ফয়েজ আহমেদ,বক্তিয়ার মোহাম্মাদ, শেখ মোহাম্মাদ নাসির তানভীর হাসান,মাওলানা আব্দুস সালাম সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সৌদির শরাফিয়া বিএনপির নতুন কমিটি ঘোষণা

সৌদি আরবের আছির প্রদেশ বিএনপির অন্তর্গত শরাফিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।ব্যবসায়ী মোঃ আবু নোমানকে সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাজান সিরাজ। প্রধান বক্তা ছিলেন ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইয়ুব চৌধুরী,ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, শামসুল হক,মিঠু,মোহররম, ফোরকান, শরিফ, এমরান সহ অনেকে। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে মাহফিল অনুষ্ঠিত

ছৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ:) এর মাসিক ফাতেহা ও হযরত খাজা মঈন উদ্দিন চিশতি (রা:)এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আমিরাতে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গাউছিয়া কমিটি বাংলাদেশ বৃহত্তর মোছাফ্ফা শাখার উদ্যোগে মোছাফ্ফার ৭ নং ছানাইয়ায় এ আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী জামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। এ সময় সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম, সাধারন সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম আনচারী, মাওলানা মোহাম্মদ সিরাজ, মাওলানা মোহাম্মদ ইমরানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

লেবাননে মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রবাসীদের উদ্যোগে লেবাননে ‘অটোফর্ম এলবি’ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের ১৫টি দল। নিউ ইজদাইদি স্পোর্টিং ক্লাবের আয়োজনে ইজদাইদি ফুটবল মাঠে শুরু হয় এ টুর্নামেন্ট।খেলা উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ‘অটোফর্ম এলবি’ এর সত্বাধিকারী জোজেফ ও শের্জ সোলাহিয়ান। আরিফ দর্জির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের সহযোগী স্পন্সর হালিম খায়েরুল্লাহ। টুর্নামেন্টের সহযোগীতায় ছিলেন শাহিন খান, জামাল মল্লিক, পলাশ বেপারি, মোঃ মহসিন, আনিসুর রহমান ও মুরাদ হোসেন। উদ্বোধনী দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মাঠে নামে আদবাইয়া ফুটবল ক্লাব বনাম নাভা স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়।

post
এনআরবি বিশ্ব

আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদকে কৃষিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন আমিরাত প্রবাসী কমলগঞ্জ-শ্রীমঙ্গল বাসী। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসনের আওতাধীন কমলগঞ্জ-শ্রীমঙ্গল থেকে ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।দুবাইয়ের শারজাহের নুর আল হেলাল রেস্টুরেন্টে আয়োজিত সভায় এ কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। সভা যৌথ পরিচালনা করেন সদস্য সচিব রুজেল তরফদার ও যুগ্ন সদস্য সচিব ইমদাদুল হক ইমরান। এতে প্রধান বক্তা ছিলেন উদযাপন কমিটির যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ জহির উদ্দিন। বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক এম এ মুহিত চৌধুরী, আজমান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, সভাপতি আব্দুল আওয়াল, দুবাই আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আল রাজী, খোরফাক্কান আওয়ামী লীগের সভাপতি শিশু মিয়া, মুনিম আহমদ চৌধুরী চুনু, প্রফেসর কবির আহমদ , আজমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মুকিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম আলী আসকর , খোরফাক্কান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দরবেশ আলী, হারুনূর রশীদ রঙ্গু, শেখ দরবেশ আলী,ব্যবসায়ী মোজাহিদ আহমদ চৌধুরী,ব্যবসায়ী আব্দুল মালিক, জামাল মিয়া, মসুদ মিয়া, ইব্রাহিম মিয়া, এম এ মুবিন, জসিম উদ্দিন, শুয়েব আহমদ আমিন, ব্যবসায়ী কয়েস আহমদ ।

post
এনআরবি বিশ্ব

জেদ্দায় পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল উদ্যোগে, পিঠা উৎসব ও লোক সংগীত অনুষ্ঠিত হয়েছে।কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোঃ নাজমুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,সামাজিক,সাংস্কৃতিক রাজনৈতিক ও সাংবাদিক।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের বিজয়ে রিয়াদে আনন্দ উৎসব অনুষ্ঠিত

আওয়ামী লীগের বিজয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর যুবলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।ফ্রেন্ডস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক শহিদ মাতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি বীর মুক্তি যোদ্ধা গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওমর রিয়াজ , শাজাহান চঞ্চল, আব্দুল হামিদ খাঁন, আব্দুল হালিম মাদবর, শিক্ষক খাদেমুল ইসলাম ও অধ্যাক্ষ দেলওয়ার হোসেনসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন

কুয়েতে বাংলাদেশি প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।কুয়েত সিটি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে আবদালিতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। শীতের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজনে এক একটু বাংলাদেশ । উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন-কুয়েত আয়োজিত বার্ষিক বনভোজনে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ আর ডিনারের মাধ্যমে দিনব্যাপী আয়োজনে কারো যেন কোন ক্লান্তি ছিল না। এর পাশাপাশি কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে ওঠেছিল বিশালাকার বনভোজন স্পট। দুপুরের মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত অনুষ্ঠানে শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। এই ইভেন্টের মাধ্যমে সকলের মুখে হাসি ফুটে ওঠে সদ্য ফোটা গোলাপের ন্যায়। উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের উপদেষ্টা ডা: বুশরা হাবিব বলেন- উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হোক। অন্তত এ ধরনের আয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে।

post
এনআরবি বিশ্ব

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ

লেবাননে ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণে নিবন্ধন কার্যক্রম। পুরাতন নিয়োগকর্তা ছাড়াই নিয়মিত হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার বিষয়ে এক অবহিতকরণ সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভির খান এ তথ্য জানান। সভায় জানানো হয়, অনিয়মিত বাংলাদেশিদের প্রত্যেককে নতুন নিয়োগকর্তা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ দূতাবাসে আবেদন করতে হবে। প্রতি মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুই দিন আবেদনপত্র জমা নেওয়া হবে। এদিন বিপুল সংখ্যক বাংলাদেশি নিয়মিতকরণ বিষয়ে বিস্তারিত জানতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। দূতাবাসের তথ্যমতে নারী-পুরুষ মিলিয়ে দেশটিতে প্রায় ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশি কর্মী অবস্থান করছেন।

post
এনআরবি বিশ্ব

প্রবাস স্কিম নিয়ে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে ওমানে আলোচনা সভা অনুষ্ঠিত

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম নিয়ে বাংলাদেশি প্রবাসীদের অবহিত ও উদ্বুদ্ধ করতে ওমানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দেশটির সোহারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর প্রথম সচিব রৌশনারা পলিসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সিনিয়র নেতারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.