post
এনআরবি বিশ্ব

ওমানে জাতীয় প্রবাসী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। শুরুতে ফিতা কেটে সর্বজনীন পেনশন স্কিম, তথ্য কাউন্টার ও চিকিৎসা সেবা উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এরপর শ্রম কাউন্সিলর রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মিস মৌসুমী রহমান, এইচওসি থোয়াইং এ, দ্বিতীয় সচিব শ্রম উইংস আসাদুল হকসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণী পাঠ করা হয়। এসময় বক্তারা, প্রবাসী ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর জন্যে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসীদের লাঞ্চিত হওয়ার বিষয়টিও উঠে আসে বক্তব্যে। প্রবাসীদের এ দাবিগুলো সরকারের নিকট উপস্থাপন করা হবে বলেও জানান রাষ্ট্রদূত।

post
এনআরবি বিশ্ব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদিতে ওমরা করতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আমিরাত প্রবাসী মা ও মেয়ের মুত্যু হয়েছে। নিহত মা ও মেয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আলম এর ছোট ভাই মোহাম্মদ আবু তাহের এর সহধর্মিনী নুর জাহান ও মেয়ে আমিরা। তাদের মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে আমিরাতের বিভিন্ন কমিউনিটির মাঝে। জানা যায়, মোহাম্মদ নুরুল আলম এবং তাঁর ভাই আবু তাহের এবং তাদের দুই পরিবারের মোট ১৩ জন সদস্য ২টি গাড়ীতে করে ওমরা হজ্ব করার জন্য সৌদির রাজধানী রিয়াদ হতে মক্কা যাওয়ার পথে একটি গাড়ী দূর্ঘটনায় পড়ে। গাড়ীতে থাকা ৭ জন মারাত্বক আহত হয়ে সৌদির বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। নিহত মা ও মেয়ে দুজনেই মোহাম্মদ নুরুল আলমের গাড়ীতেই ছিলেন এবং গাড়ী চালাচ্ছেন তাঁর বড় মেয়ে।

post
এনআরবি বিশ্ব

রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজেও বই উৎসব ও একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় আইডি কার্ড বিতরণ করাসহ স্কুলের ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরুষ্কারও তুলে দেয়া হয়।ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও শিক্ষার আলোয় আলোকিত করতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। রিয়াদ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিয়া জামানের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন বিওডির ফাইনান্স ডিরেক্টর আমিনুল হুদা, অধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সিনিয়র শিক্ষক সরোয়ার জামান, কাওসার মাহমুদ ও মাহবুবুর রহমানসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

লেবাননে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের সন্মাননা প্রদান

লেবানন থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের সন্মাননা সনদ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রবাসী দিবসে এ সম্মাননা তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশটিতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ এবং দূতাবাস প্রদত্ত সেবা কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. বাকী বিল্লাহসহ কর্মকর্তা-কর্মচারী এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন,দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য দূতাবাস প্রদত্ত সেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

post
এনআরবি বিশ্ব

মিশরে প্রবাসী দিবস উদযাপন

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের উদ্যোগে যথাযোগ্য গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহরের পোশাক শিল্পে কর্মরত প্রবাসী, ব্যবসায়ী, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠন ‘ইত্তেহাদ’ এর নেতারা উপস্থিত ছিলেন।জাতীয় অর্থনীতি ও সামাজিক পরিমণ্ডলে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শিশির কুমার সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ শোনান যথাক্রমে, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ ইসমাইল হোসাইন, দূতালয় প্রধান আতাউল হক, তৃতীয় সচিব শিশির কুমার সরকার ও রেজাউল করিম প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সম্মান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা

বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এ পুরষ্কার প্রদানে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তবে বাংলাদেশের বিমানবন্দরসহ নানান খাতে হয়রানীর শিকার হওয়া এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দেয়া হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্মারক সিআইপি অ্যাওয়ার্ড। দেশে প্রথম বারের মতো এ বছর পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবসও। প্রবাসীদের জন্য এমন স্বীকৃতি পেয়ে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা। তবে দেশের বিমানবন্দর সহ নানান খাতের হয়রানীতে ক্ষুব্ধ এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন সমাধানের আহবান। বিদেশে থেকেও মাতৃভূমির টানে দেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান প্রবাসী উদ্যোক্তাদের। ২০২৩ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সম্মান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা

বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এ পুরষ্কার প্রদানে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তবে বাংলাদেশের বিমানবন্দরসহ নানান খাতে হয়রানীর শিকার হওয়া এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দেয়া হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্মারক সিআইপি অ্যাওয়ার্ড। দেশে প্রথম বারের মতো এ বছর পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবসও। প্রবাসীদের জন্য এমন স্বীকৃতি পেয়ে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা। তবে দেশের বিমানবন্দর সহ নানান খাতের হয়রানীতে ক্ষুব্ধ এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন সমাধানের আহবান। বিদেশে থেকেও মাতৃভূমির টানে দেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান প্রবাসী উদ্যোক্তাদের। ২০২৩ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

কুয়েতে গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ফৌজদারি আদালত। কুয়েতের আপিল আদালতের কাউন্সেলর নাসর সালেম আল-হেইদের নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে। এর আগে মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এমন আঘাত করেন যে, ওই বাংলাদেশি স্থায়ী সক্ষমতা হারায় এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচলাবস্থায় পতিত হন, যে কারণে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সূত্র জানায়, আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে, উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দেন।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে লেবানন আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা।দেশটির স্থানীয় সময় বিকেল থেকেই প্রিয় দলকে ভালবেসে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে চলে এই আনন্দ। নির্বাচনে আওয়ামী লীগের এমন বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। চতুর্থবারের মত শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, এমন প্রত্যাশা করেন তারা। সেইসাথে দেশে যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবী জানান নেতারা। এসময় উপস্থিত ছিলেন ইস্কান্দার মোল্লা, এস এম জসিম, কবির মিয়াজি, শেখ কামাল, মশিউর রহমান, জাকির হোসেন ও হিমেল চৌধুরীসহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাত প্রবাসী বাংলাদেশিদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অসমাপ্ত পড়ালেখা চালিয়ে নেওয়ার সুযোগ পেলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জনতা ব্যাংকের দুবাই শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের মিডিয়া উইং থেকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি ফি এসএসসি প্রথম বর্ষ ৫১৫ দিরহাম এবং এইচএসসি প্রথম বর্ষ ৬৬০ দিরহাম জনতা ব্যাংক দুবাই শাখায় জমা দিয়ে রশিদের মূল কপি এবং সম্পন্নকৃত অনলাইন ভর্তি আবেদনের হার্ড কপি কনস্যুলেটের শিক্ষা উইংয়ে জমা দিতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.