ইতালিতে আওয়ামী লীগের ইফতার মাহফিল
ইতালি আওয়ামী লীগ নাপোলি শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বায়তুল ফালাহ জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা করেন সংগঠনের আহবায়ক হাজী কবির মোড়ল ও সদস্য সচিব মামুন হাওলাদার। এতে অতিথি ছিলেন মাদারীপুরের রাজৈর পৌরসভার সাবেক মেয়র শামীম মুন্সী ও বাংলা প্রেসক্লাব ইতালির সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন। এছাড়াও বাংলা কমিউনিটির মধ্য আসাদ সরদার, সিপন তালুকদার, সম্রাট মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা জাকির হোসেন জাকারিয়া।
