post
এনআরবি বিশ্ব

আয়ারল্যান্ডে বইমেলা ও পিঠা উৎসব

বই জ্ঞানের প্রতীক, আর পিঠা হচ্ছে ঐতিহ্যের। পেটের ও জ্ঞানের খোরাক মেটাতে এবং জ্ঞানকে সমৃদ্ধি করতে, সেই সাথে বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হলো বইমেলা ও পিঠা উৎসব।দিনটিতে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন বিডি-এডি আয়োজিত এ উৎসবে। ভাষা শহীদদের স্মরণে ও গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা, পুলি, পায়েস প্রবাসের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সংগঠনটির এ উদ্যোগ। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, সাংবাদিকতা ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংগঠনটির পক্ষ থেকে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। জহিরুল ইসলাম জহিরের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জায়গিরদার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও লিমেরিক সিটি মেয়র আজাদ তালুকদার, কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন, জসিম উদ্দিন দেওয়ান, আনোয়ারুল হক আনোয়ার, ডাঃ মুসাব্বির হোসাইন, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম, চুন্নু মাতবর, ইকবাল আহমেদ লিটন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ডঃ নাসিম, হামিদুল নাসির, ডাঃ পারভেজ সহ অনেকে। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন আবদুল্লাহ আল কাফি ও জাকারিয়া প্রধান।

post
এনআরবি বিশ্ব

গ্রিসে ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

গ্রিসের এথেন্সে বসবাসরত বাংলাদেশি মা ও শিশু-কিশোরদের ফ্রি অনুপ্রেরণামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।মাইগ্রেশন বাংলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুজ্জামান ভূইয়া। প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় বিভিন্ন প্রশিক্ষণ দেন লন্ডন থেকে আগত তানজিলা জামান। এসময় উপস্থিত ছিলেন গ্রিসের সিনিয়র সাংবাদিক জাকির হোসাইন চৌধুরী মুন্না, গ্রিক বাংলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সৈকত ও আলম মাহমুদ এবং গ্রিক বাংলা প্রেসক্লাব সদস্য শাহ জামাল রুবেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী নেত্রী আমেনা জাহান রিনা, নীলা রহমান ,দিনা উম্মে হাবিবা ,নাসিমা সরকার ,মহুয়া মুক্তা ও মিলিসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রিয়ায় অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার উদ্যোগে অমর একুশে কাপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ার একটি ইনডোর হলে এ আয়োজন করা হয়।খেলায় দুই গ্রুপে মোট আটটি দল অংশগ্রহণ করে। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস ভিয়েনা কাউন্সিলর ও চ্যান্সারি প্রধান তানভীর আহমেদ তরফদার এবং কাউন্সিলর মোঃ তারাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দেশটির প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক সমিতির সভাপতি-সেক্রেটারি ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিসহ অনেকে। ফাইনালে প্রজন্ম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় সিলেট এক্সপ্রেস। এতে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন শামীম মিয়া মোহাম্মদ। এছাড়াও অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্যেও খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠিত

বার্সেলেনা, প্যারিস ও ভেনিসের পর পর্তুগালের লিসবন শহরে অনুষ্ঠিত হয়েছে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড-২০২৪।লিসবনের একটি পাঁচতারকা হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বাংলা কাগজ পরিবারের সদস্যসহ যুক্তরাজ্য, স্পেন ও ইতালি থেকে বৃটিশ বাঙালীরা। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে পর্তুগালের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী ১৭ কীর্তিমান ব্যক্তি ও ১ পর্তুগিজ নাগরিককে এওয়ার্ড দেয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক এ কমিউনিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের জন্য শহীদ মিনার স্থাপনে অবদানের জন্য পুরস্কার পান বাংলা টিভির সাংবাদিক সেলিম উদ্দিন। পুরস্কার তুলে দেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস রেজিনা আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী,স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সাল চৌধুরী ও বামিংহাম বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জয়নাল ইসলাম সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

বার্সেলোনায় বন্ধু সুলভ মহিলা সমিতির আয়োজনে বসন্ত উৎসব

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের পর্যটন নগরী খ্যাত বার্সেলোনায় বন্ধু সুলভ মহিলা সমিতির আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে।সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। জান্নাতুল ফেরদৌস নিগারের পরিচালনায় বন্ধুসলুভ মহিলা সমিতির সকল নেতৃবন্দের সাথে নিয়ে কেক কাটা হয়। উৎসবের আনুষ্ঠানিক সুচনা করেন প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত মডেল ও অভিনেতা অন্তু করিম। এসময় উপস্হিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমা জামাল,সিনিয়র সহ সভাপতি খাদিজা আক্তার মনিকা,সাংগঠনিক সম্পাদক হিরা জামান,বার্সেলোনা বাংলা স্কুলের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, বিজনেস ক্লাবের সভাপতি সোহেল গাজী,ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন স্পেন এর মঞ্জুরুল হাসান শুভ ও শরিয়তপু জেলা সংগঠন এর সহ সভাপতি সাগর খাঁন।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে

প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন,সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের সেবা করার প্রত্যয়ে কাজ করছে মন্ত্রণালয়।রাজধানীর কারওয়ানবাজারে নিজস্ব ভবনে বৃহত্তর সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় মন্ত্রী প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা জানাতে সরাসরি যোগাযোগের অনুরোধ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সি এম কয়েস সামি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রবাসী কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমদ চৌধুরী। মূল প্রবন্ধ পাঠ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক শোয়াইব আহমদ খান। এছাড়াও প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের ১২ দফার স্মারকলিপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আ হ জুবেদ, টি এইচ এম জাহাঙ্গীর ও আনহার সমশাদ।

post
এনআরবি বিশ্ব

এনআইডি সেবা সহজিকরণের আশ্বাস কমিশনারের

ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে গত বছর শুরু হয় এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম। এক্ষেত্রে দূতাবাসের সেবায় প্রবাসীরা সন্তুষ্ট থাকলেও দেশে নানান জটিলতায় আটকে রয়েছে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র। তবে রোম দূতাবাসে এনআইডি বিতরণ অনুষ্ঠানে সেবা সহজিকরণের কথা জানালেন সফরত নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। এছাড়াও প্রবাসীরা যাতে সহজে এনআইডির জন্য আবেদন করতে পারেন, সে ব্যাপারেও কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশীর বসবাস ইতালিতে। প্রায় আড়াই লাখ বাংলাদেশী রয়েছে দেশটিতে।২০২৩ সালের ২৭ অক্টোবর রোমস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডি বা জাতীয় পরিচয় পত্রের সেবা কার্যক্রম শুরু হয়। তবে বিভিন্ন কারণে সেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

পর্তুগালে সিটি ব্যাংকের রোড শো

পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংকের আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রায় পাঁচশ প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরা হয়। এসব তথ্য তুলে ধরেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। সিটি ওক মানদো রেস্তোরায় আয়োজিত রোড শোতে প্রবাসী ব্যবসায়ী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন,পর্তুগালস্থ বাংলাদেশ হাইকমিশনের কনসুলার লায়লা মুনতাজেরী দীনাসহ পর্তুগালের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী,সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্টজনেরা।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনকে সামনে রেখে মফিজ-গোলজার-মনির প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুইনডনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে সুইন্ডনসহ পাশ্ববর্তী শহরের ট্রাস্টিরা অংশ নেন। সভায় ট্রাস্টের উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি নোয়াব আলী। প্রফেসর ফরিদ আহমদ ও শরিফুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রবীণ ট্রাস্টি আবুল কালাম আজাদ, শফিক মিয়া, আলাউদ্দিন বাবুল, মাসুক মিয়া ও মকরম আলী আফরোজ। সভায় সাধারণ সম্পাদক গোলজার খান ও ট্রেজারার প্রার্থী মনির আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে তাহির-আজম -আখলাক প্যানেলও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে আব্দুল্লাপুর সমিতির কমিটি ঘোষণা

ইতালিতে বৃহত্তর কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির দুইবছরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।ভেনিসের ঢাকা বিরিয়ানি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।প্রবীণ কমিউনিটি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভা যৌথ পরিচালনা করেন বশির আহমেদ ও জিয়াউর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান,সাবেক সভাপতি তাজুল ইসলাম,আলমাস মিয়া,শাহীন মিয়া,শফিকুল ইসলাম,সুহেল রানা,আলম সরকার,পলাশ বাঘা,মোহাম্মদ আলী,নজরুল ইসলাম,রতন মিয়া ও রাজীব বাঘা। এসময়ে আব্দুল্লাপুর সমিতির সার্বিক উন্নয়ন ও সমিতির বিভাজন রোধে এ কমিটি ঘোষণা করা হয় বলে জানান বক্তারা। পরে মতিউর রহমানকে সভাপতি, নোওয়াজ শরীফকে সাধারণ সম্পাদক ও আলামিন মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.