post
এনআরবি বিশ্ব

বিসিএ মিডিলসেক্স রিজিওনের উদ্যোগে কেন্দ্রিয় কমিটিকে সংবর্ধণা

যুক্তরাজ্যে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন-বিসিএ মিডিলসেক্স রিজিওনের উদ্যোগে কেন্দ্রিয় কমিটিকে সংবর্ধণা দেওয়া হয়েছে।বিসিএর ডেপুটি সেক্রেটারি মুজিবুর রহমান জুনুর সভাপতিত্বে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন শহিদুল চৌধুরী লিটন এবং আব্দুর রউফ। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অলি খান এমবিই, সেক্রেটারি জেনারেল মিঠু চৌধুরী, কাউন্সিলর মুজিবুর রহমান জুনু, সিনিয়র সহসভাপতি ফয়জুল হক,সহ-সভাপতি মেহেরল ইসলাম ও আব্দুল রাজ্জাকসহ অনেকে। এসময় কমিটির কর্মকর্তারা জানান, কারী শিল্পের বিভিন্ন সংকট বিষয়ে আলোচনা করতে শিগগিরই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দেখা করা হবে।

post
এনআরবি বিশ্ব

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান পরিষদ ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। লুৎফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক বাহরাম খান ও সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র— মাইয়ুম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর—ইকবাল হোসাইন ও আব্দুল মতিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী—আনছার আহমদ উল্লাহ, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম, লুৎফুর রহমান ছায়াদ এবং যুব সংগঠক জামাল আহমেদ খান।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সকল অধিকারের আইনগত স্বীকৃতির জোরদাবি

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের সর্বোচ্চ অংশগ্রহণ ও তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসী পেশাজীবীদের সমম্বয়ে করোনাকালে এই সংগঠনটি গড়ে উঠে। সে সময় সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায়ও লেবানন, কুয়েত,  লিবিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পশ্চিমের বিভিন্ন দেশে শুধু তথ্য প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করে এই সংগঠন। লন্ডনভিত্তিক পেশাজীবীদের এই আন্তর্জাতিক সংগঠনের বার্ষিক আবাসিক সমাবেশ (রেসিডেন্সিয়াল মিটিং) ২১ ও ২২ জানুয়ারি নিউ ক্যাসেলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সকলপক্ষকে আলোচনার মাধ্যমে সুস্থ ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা ও সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।প্রবাসী পেশাজীবী নেতৃবৃন্দ স্বাধীনতার দীর্ঘ ৫২ বছর পরেও প্রবাসীদের ভোটাধিকার ও অন্যান্য নাগরিক অধিকার প্রদানে সরকারের ব্যর্থতায় হতাশা ব্যক্ত করেন‌। তারা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। দেড় কোটি প্রবাসীর নাগরিক অধিকার অস্বীকার করে আধুনিক ও মানবিক দেশ গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে সরকার ও অন্যান্য সকল রাজনৈতিক দলকে প্রবাসীদের অধিকার নিশ্চিতের ব্যাপারে তাদের সুস্পষ্ট অঙ্গীকার ঘোষণা ও বাস্তবায়নের জোর দাবি জানান। তারা বলেন, আগামীতে যে কোন জাতীয় নির্বাচনের আগেই এই দাবির শতভাগ পূরণ করতে হবে। অন্যথায় প্রবাসীরা এ ব্যাপারে তাদের কার্যকর প্রতিবাদ গড়ে তুলবে। ইতিমধ্যে সরকারিভাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নামে সময়ক্ষেপণ এবং পরে জটিল ও আমলাতান্ত্রিক ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসীদের জন্য সহজ ও জটিলতামুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের চেয়ারপারসন ড. হাসনাত এম হোসাইন এমবিই'র সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল কাউন্সিলর ওহিদ আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- ডক্টর ওয়ালি তছর উদ্দিন, অধ্যাপক আব্দুল কাদির ছালেহ, শামসুল আলম লিটন, মাহতাব মিয়া, সৈয়দ নাদির দারাজ, সাদিকুর রহমান, মিসেস সাঈদা রহমান ও মিসেস শাহীদা হোসাইন।ভয়েস ফর গ্লোবালের সভায় গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা এবং যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বিপর্যস্ত মানবতার পাশে দাঁড়াতে বিশ্বব্যাপী বাংলাদেশ কমিউনিটিকে ত্রাণ সহায়তা, জনমত গঠন ও স্থানীয় নেতৃবৃন্দের উপর চাপ প্রয়োগের তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়। এ ছাড়া যুক্তরাজ্যসহ বিপুল প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে জোরালো ভূমিকায় অংশগ্রহণের উপর জোর দেওয়া হয়। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে কমিউনিটির কার্যকর অংশগ্রহণের সুযোগ ও সমন্বয়ের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা হলেন- কাউন্সিলর ওহিদ আহমেদ, ব্যারিস্টার আফজাল, আনোয়ার জাকির খান, নাসিত রহমান ও শামসুল আলম লিটন। এ দিকে বাংলাদেশে প্রবাসীদের অধিকার আদায়ের ক্ষেত্রে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ের জন্য ড. ওয়ালি তসর উদ্দিন ও  মাহিদুর রহমানকে সদস্য করে পৃথক আরেকটি সাব-কমিটি গঠন করা হয়।সভায় ব্যারিস্টার আফজাল জামি ও আনোয়ার জাকির খানকে নির্বাহী সদস্য এবং আতাহির খান ও দিলওয়ার হোসেনকে সর্বসম্মতিক্রমে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ভয়েস ফর গ্লোবালের বর্তমান কার্যকরী কমিটিকে পরবর্তী চার বছরের জন্য পুনঃনির্বাচন এবং আগামী আগস্ট মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিংবা কানাডার টরেন্টোতে কার্যকরী কমিটির পরবর্তী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

post
এনআরবি বিশ্ব

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ইম্প্রেসন ইভেন্ট ভেনুতে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন জুবায়ের—তাইসির ও নাহাস—মুসলেহ এলায়েন্স। নির্বাচনে কোন এলায়েন্স একক সংখ্যা গরিষ্ঠতা পায় নি। এতে ১৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুবায়ের, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট। ১২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তাইসির মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসলেহ আহমেদ পেয়েছেন ১২৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট। ১৫৭ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালেহ আহমদ, নিকটতম প্রতিদ্বন্দ্বি আবদুল কাদির মুরাদ পেয়েছেন ১২২ ভোট।১৯১ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী,১৪৩ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সায়েম চৌধুরী, ১৪৩ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। আর ১৫৬ ভোট পেয়ে সহকারী ট্রেজারার নির্বাচিত হয়েছেন ইব্রাহীম খলিল । ১৬৮ ভোট পেয়ে অর্গেনাইজিং সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকরামুল হোসেন।

post
এনআরবি বিশ্ব

রফতানি দ্বিগুণ করতে কাজ করছে সরকার: জার্মানিতে নানক

বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার। জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা বলেছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি। এ বছর আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে। মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টল উদ্বোধন করে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে করছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলাম। পাট ও বস্ত্রমন্ত্রী ফ্রাঙ্কফুর্ট মেলার হেড অফ ইন্টারন্যাশনাল স্টেফান সুনদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মেলার দক্ষিণ এশিয়ার প্রধান কর্মকর্তা ওমর সালাউদ্দিন। সাক্ষাতে পরবর্তী মেলায় বাংলাদেশের আরও বৃহৎ পরিসরে অংশগ্রহণের ব্যাপারে উভয় পক্ষ থেকে আশ্বাস ব্যক্ত করা হয়।

post
এনআরবি বিশ্ব

স্পেনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

বন্ধুসূলভ মহিলা সংগঠনের উদ্যোগে স্পেনে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব।সংগঠনের সভাপতি শিউলি আক্তারের সভাপতিত্বে বার্সেলোনার স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন জান্নাতুল ফেরদৌস নিগার, মিতু এবং কিশমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল,সিটি কমিশনার ইভান পেরা ইসরাত, সিউতাত ভেইয়ার কাউন্সিলর সোনিয়া বেলত্রান,কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, সাহেদুল সুহেদ, খাদিজা আক্তার মনিকা, নজরুল ইসলাম চৌধুরী,আফাজ জনি ,শফিক খাঁন, কামরুজামান,শফিকুর রহমান, সালাহ উদ্দিন সহ স্হানীয় কমিউনিটি সদস্যরা। পিঠা উৎসবে নানা নামের বাহারি নকশার মুখরোচক পিঠার মধ্যে ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি সহ বিভিন্ন স্বাদের পিঠা ছিল।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে প্রবাসী সংগঠনের পরিচিতি সভা

যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন মূলক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে-এর ২০২৩-২৫ সালের কার্য্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি বিজনেস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় নতুন প্রজন্মের গতিশীল উন্নয়ন পরিকল্পনা নিয়ে সামাজিক কল্যানে কাজ করার আহবান জানান কমিটির নব-নির্বাচিত সদস্যরা। সমিতির সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহসানুল হক সুবিনের পরিচালনায় এ আয়োজন করা হয়। সভায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সমিতির কোষাধক্ষ্য সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সভায় সূচনা বক্তব্য রাখেন, সরোয়ার আহমদ ভিপি, সাবেক সেক্রেটারী আনোয়ার হোসেন, কবি ইকবাল হোসেন বুলবুল, আব্দুর রহিম শামীম, জেবুল ইসলাম, নূর লোদী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, হাবিবুর রহমান তাফাদার, মাহমুদুল হাসান, উপদেষ্টা মনোজ্জির আলী সেট, বীর মুক্তিযুদ্ধা ফয়জুর রহমান খান অনেকে।

post
এনআরবি বিশ্ব

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের অভিষেক

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রাজধানী ওয়ারশর হোটেলের বলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন। ক্লাবের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অনারারি কাউন্সিলর ওমর ফারুক। এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কাজী মোহাম্মদ সাইফুদ্দিন,সাধারণ সম্পাদক আল-জাবির মোহাম্মদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম চাকদার সাকু, মোঃ এহতেশামুল হক, কোষাধ্যক্ষ উৎসব সরকার, ক্রীড়া সম্পাদক মোঃ আল নাসিরুল্লাহ, সিদ্দিকী সোহান, সিনিয়র সদস্য সজীব কান্তি দাশ, সহকারী ক্রীড়া সম্পাদক তমাল কৃষ্ণ পাল শচীন ও সহ-সাধারণ সম্পাদক মওদুদ হাসান উজ্জলসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

বেগম রোকেয়ার জন্য রংপুরে ড. আলিয়া

বাংলাদেশে নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়ার ওপর গবেষণা ও তার সৃষ্টির অনুপ্রেরণা,জার্মানি ভাষায় অনুবাদ করে নিজ দেশসহ সারাবিশ্বে ছড়িয়ে দিতে রংপুরে এসেছেন দেশটির লেখক,অনুবাদক ও গবেষক ড. আলিয়া তাইসিনা। এসমসয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন তিনি। রোকেয়া সম্পর্কে জানতে এবং বিশ্বে রোকেয়ার জীবনী তুলে ধরতে এসে তার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেমিনারেও অংশ নিয়েছেন তিনি। ড. আলিয়ার ইচ্ছা বেগম রোকেয়ার অবদান ও জীবনী সারা বিশ্বের মানুষের কাছে পৌছে দেয়া। তাকে রংপুরে স্বাগত জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। ড. আইলিয়ার মতো দেশ-বিদেশের লেখক গবেষকরা ছুটে আসবে রোকেয়ার জন্মভূমিতে এবং তা ছড়িয়ে পড়বে সারাবিশ্বে এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।

post
এনআরবি বিশ্ব

হজের নিয়ম জানতে যুক্তরাজ্যে কর্মশলা

হজ্ব ও ওমরাহ পালনের নিয়ম ও সঠিক আকিদা সম্পর্কে অবহিত করতে বৃটেনে হজ্বের ফজিলত ও করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলসের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ওয়েলসের কার্ডিফ বাংলাদেশ সেন্টারে এ আয়োজন করা হয়। কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় এতে আলোচনা করেন মাওলানা গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে চ্যানেল এস অনুষ্ঠান প্রধান ফারহান মাসুদ খান, আল -হারামাইন ট্রেভেলসের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলাম, আলী আকবর , আহাদ চৌধুরী ও কাপ্তান মিয়াসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় প্রশিক্ষণের মাধ্যমে হজ্বের নিয়ম-কানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানীসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.