স্পেনে বাংলাদেশী ব্যবসায়ী সংগঠনের সভা অনুষ্ঠিত
স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস এসোসিয়েশন ইন কাতালোনিয়ার, সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।পর্যটন নগরী বার্সেলোনার স্হানীয় একটি হলে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, আফতাব নজরুল ইসলাম, আমিন আলী, শফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম , নুরুল আমিন, এলাইস মিয়া, নজরুল ইসলাম আবির সহ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বিজনেস এসোসিয়েশনের নামে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস কেনার প্রস্তাব করা হয়। এসময় সম্মতিক্রমে পদক্ষেপ গ্রহনের জন্য ১৫ সদস্যের কমিটিও গঠন করা হয়। সভায়, ব্যবসা পরিচালনায় সিটি করপোরেশন প্রবর্তিত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।
