post
এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশী ব্যবসায়ী সংগঠনের সভা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিজনেস এসোসিয়েশন ইন কাতালোনিয়ার, সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।পর্যটন নগরী বার্সেলোনার স্হানীয় একটি হলে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, আফতাব নজরুল ইসলাম, আমিন আলী, শফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম , নুরুল আমিন, এলাইস মিয়া, নজরুল ইসলাম আবির সহ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বিজনেস এসোসিয়েশনের নামে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস কেনার প্রস্তাব করা হয়। এসময় সম্মতিক্রমে পদক্ষেপ গ্রহনের জন্য ১৫ সদস্যের কমিটিও গঠন করা হয়। সভায়, ব্যবসা পরিচালনায় সিটি করপোরেশন প্রবর্তিত কিছু গুরুত্বপূর্ণ আইনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

স্পেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর ১৬তম বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষ্যে স্পেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে এ আয়োজন করা হয়। মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সাধরারণ সম্পাদক সদরুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. তাহফিজুল ইসলাম এবং নাতে রাসুল (সাঃ) পাঠ করেন মো. মহিউদ্দীন অভি। মাহফিলে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী। এ সময় মসজিদটি ফ্রিহোল্ড করতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা কামনা করা হয়। মাহফিলে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, খোকন উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, নজরুল ইসলাম আবির, আলী আকবর , হাফেজ হিফজুর রহমান, সাবেক ইমাম হাফিজ মহিবুর রহমান, সাবেক ইমাম হাফিজ আমির হোসেন, মাওলানা নাজিমুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাজ্যে ‘সাম্য ও অসাপ্রদায়িক কবি নজরুল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

একমাত্র বঙ্গবন্ধুই কবি নজরুলকে ধারণ করতে পেরেছিলেন বলে মনে করেন, নজরুল গবেষক ও শিক্ষাবিদ ড. আলী হোসেন চৌধুরী। যুক্তরাজ্যের ব্রিকলেইনে, বাংলাদেশ ওয়েলফেয়ার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ‘সাম্য ও অসাপ্রদায়িক কবি নজরুল’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। সংগঠনের পরিচালনা পরিষদের সদস্য বিধান গোস্বামীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাংবাদিক তানভীর আহমেদ। এসময় বক্তব্য রাখেন, শওগাত আলী বেনু,পলি জাহান,নিহারিকা রয়, সুলতানা রশিদ নাসরিন ও ব্যরিস্টার মঞ্জু সহ অনেকে। আলোচনা শেষে কেক কেটে ড.আলী হোসেন চৌধুরীর ৭১তম জন্মদিন উদযাপন করা হয়।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে শহীদ মিনার বিতর্কে উদ্বিগ্ন প্রবাসীরা, দূতাবাসকে এগিয়ে আসার আহ্বান

ফ্রান্সের তুলুজে প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের পর হঠাৎ শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকিসহ উকিল নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে ভাস্কর নভেরা আহমেদের স্বামী দো ব্রোন গ্রেগোয়ারের বিরুদ্ধে। আর এ শহীদ মিনার বিতর্কে উদ্বিগ্ন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।শহীদ মিনার মালিকানার দাবি নিয়ে প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দে।এ মতবিনিময় সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মাধ্যমে ফ্রান্সের তুলুজে নির্মিত শহীদ মিনার কেন্দ্রিক সৃষ্ঠ বিতর্ক বিষয়ে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে অবহিত করা হয়।সভার শুরুতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ ইউনেস্কোর রিকশার স্বীকৃতি প্রাপ্তির কারণে মান্যবর রাষ্ট্রদূতের চেষ্টা ও শ্রমের প্রশংসা করেন এবং মান্যবর রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।এসময় কমিউনিটি নেতৃবৃন্দ সম্প্রতি নির্মিত দ্বিতীয় শহীদ মিনারের মালিকানা সমস্যা নিয়ে রাষ্ট্রদূতকে অবগত করেন এবং তারা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।শহীদ মিনারের মালিকানার দাবি করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি ফ্রান্সের মূল ধারায় ফরাসি কমিউনিটিতে বাংলাদেশিদের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করে এক্ষেত্রে দূতাবাসের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আহবান জানানো হয়।রাষ্ট্রদূত কমিউনিটি নেতৃবৃন্দের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এর সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে প্রবীন নেতা সোহরাব মৃধা, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, সাত্তার আলী সুমন, দেলোয়ার হোসেন কয়েস, আবু তাহির, কৌশিক রাব্বানী, মো. লুৎফুর রহমান বাবু, মাসুদ মিয়া, সালাম হোসেন রহমান, মারুফ অমিতসহ অনেকেই।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্যারিসের মেট্রো হোসের একটি রেস্টুরেন্টে এ সভা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোহরাব মৃধার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। আলোচনায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ ফয়সল ইকবাল হাশমী, জাকির হোসেন ভূইয়া,মঞ্জুরুল হাসান সেলিম চৌধুরী, শাহজাহান রহমান, মোতালেব খান,উদয়ন বড়ুয়া,নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খান,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় সবাইকে মিষ্টিমুখ করানো হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।

post
এনআরবি বিশ্ব

৩৯৭ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

অবৈধ অভিবাসনের দায়ে ২০২৩ সালে বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। এসব অভিবাসীদের মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক বলেও নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।মঙ্গলবার রোমানিয়ার অভিবাসন কর্তৃপক্ষের জনসংযোগ দপ্তর জানায়, গেল বছর রোমানিয়া থেকে জোরপূর্বক ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ জন অভিবাসী রয়েছে পাকিস্তানী। এছাড়াও তালিকায় নেপালের ১২৩, শ্রীলঙ্কার ১০৪, ভারতের ৮৮, মলডোভার ৫৮, মিশরের ৫২, মরক্কোর ৩৯, ভিয়েতনামের ৩২ জন রয়েছে। এসব নাগরিককে ২০২৩ সালের বিভিন্ন সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন। গত বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল, শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পায় রোমানিয়া। ইউরোপিয় ইউনিয়নের সুনজরে থাকতে সাম্প্রতিক বছরগুলোতে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে দেশটির সরকার।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী উৎসব পালিত

আমরা আছি সারা বিশ্ব জুড়ে- এই স্লোগানের মধ্য দিয়ে ইতালিতে পালিত হয়েছে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী উৎসব।মিলানের একটি রেস্তোরাঁয় সংগঠনটির একযুগ পূর্তি উপলক্ষ্যে এ আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান সমন্বয়কারী শফিক খান। ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারের সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন আরিফুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন মামুন হাওলাদার,আব্দুল বাসিত দলই,জিয়া গাজী,সৈয়দ মনিরুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার,শাজাহান সহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে পিঠা উৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত

বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির উদ্যোগে ইতালিতে শীতকালীন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের একটি রেস্টুরেন্টের হলরুমে এ মিলন মেলার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া। সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল ওহাব, নুরুল আবছার, রায়হান কামাল ও শাহ মোঃ তৌহিদ কাদের সহ অনেকে। এসময় বক্তারা বলেন, বছরব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে ব্যস্ত থাকলেও নিজেদের পারস্পরিক সম্পর্ককে সমুন্নত করতেই এই আয়োজন। এছাড়াও দেশটিতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছে নবজাগরণ নারী কল্যাণ সমিতি। রোমে অনুষ্ঠিত পিঠা উৎসবে আবহমান বাংলার সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি নারীরা। সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা, সাধারণ সম্পাদক নুরনাহার আক্তার লিপি, সিনিয়র সহসভাপতি রেহানা আক্তার শিল্পী এবং সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকুর আমন্ত্রণে প্রায়অর্ধ শতাধিক বাহারি পিঠা তৈরি করেন নারী সদস্যরা। মেলায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, উম্মে হানি চৌধুরী, হালিমা খাতুন মান্নান ও শামসুন্নাহার বেগমসহ অনেকে।  

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে দেশীয় পোশাক শিল্পের প্রচারণা

ফ্রান্সে আমাদের কথা পত্রিকার দশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এতে প্রথমবারের মতো ফ্যাশন শো'র মাধ্যমে দেশীয় পোশাক শিল্পকে তুলে ধরা হয়।প্রবাসী নারী উদ্যোক্তাদের চারটি প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক শিল্পকে ফ্যাশন শো'র মাধ্যমে তুলে ধরে। তারা হলেন সাথী ফ্যাশন, ফ্যাশন কর্নার‌ প্যারিস, জয়নাব ফ্যাশন,নাভা হ্যান্ডক্রাপস। এর আগে সাংবাদিক লুৎফুর রহমান বাবু ও নুসরাত জাহান নাবিলার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম।এতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান ও হেড অব চ্যান্সরী ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন, বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, মির্জা গ্রুপের চেয়ারম্যান মাজহারুল বার্নার্ড মির্জা, বিডি ফার্নিচার'র চেয়ারম্যান মিয়া মাসুদ,এস এ ওয়ার্ল্ড'র চেয়ারম্যান সাব্বির আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

ইতালির বায়তুস সালাত খুলে দেয়ার আহবান

ইতালির মনফালকনে ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালাম ও বায়তুস সালাত জামে মসজিদ খুলে দেয়ার দাবিতে ও কন্যসুলেট সার্ভিস সেবাদানে সহায়তা না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশীরা।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালামের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন খন্দকার,বায়তুস সালাতের সভাপতি রেজাউল হক রাজু,সোশ্যাল এক্টিভিস্ট মাসুম আহমেদ।পরে লিখিত বক্তব্যে হামিম আহমেদ মনফালকনে দু‘টি ইসলামিক কালচারাল সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ভ্রাম্যমান কন্যসুলেট সার্ভিসসহ বিভিন্ন সেবা প্রদানের অনুরোধ করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.